Drug Trafficking

মাদক মামলায় ১৩ বছর জেল খাটেন, মুক্তি পেয়ে ফের মাদক পাচারের চেষ্টায় ধৃত নদিয়ার বাসিন্দা, সঙ্গী জামাই

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর ছিল কালীগঞ্জ থানা এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মাদক তৈরির কাঁচামাল পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশির সময় উদ্ধার হয় মাদক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৩:১৪
Share:

শ্বশুর-জামাইকে গ্রেফতার করল কালীগঞ্জ থানার পুলিশ। — নিজস্ব চিত্র।

মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। ১৩ বছর জেলও খাটেন। জেলমুক্তির পরে আবারও মাদক পাচারের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হলেন নদিয়ার কালীগঞ্জের জনৈক আমিনুল ইসলাম। এ বার তিনি শুধু একা নন, ধরা পড়েছেন তাঁর জামাই মনিরুল হকও। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে হেরোইন তৈরির দু’কেজি কাঁচামাল, যার আনুমানিক বাজারমূল্য দু’কোটি টাকা।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর ছিল কালীগঞ্জ থানা এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মাদক তৈরির কাঁচামাল পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে কালীগঞ্জ থানার পুলিশ। অভিযান চালানোর সময়ই নিষিদ্ধ ওই মাদক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দু’জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাজেয়াপ্ত দ্রব্য পলাশিপাড়া থানার পলসন্ডা এলাকায় হাতবদলের কথা ছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃত আমিনুল লালগোলা এলাকার এক জন পরিচিত মাদক কারবারি ছিলেন। মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১৩ বছর জেল খেটেছিলেন তিনি। সম্প্রতি, জেল থেকে ছাড়া পান। কিন্তু তার পরেও পেশা বদল করেননি আমিনুল। উত্তর-পূর্ব ভারত থেকে হেরোইনের ওই কাঁচামাল লালগোলাতে আসে। তার পর সেখান থেকে পলাশিপাড়ায় নিয়ে যাওয়ার কথা ছিল। একটি গাড়ির সিটের নীচে লুকানো ছিল সেগুলি। গাড়িটির চালকের আসনে ছিলেন আমিনুল। পাশের সিটে ছিলেন জামাই মনিরুল। ধৃতদের সোমবার আদালতে হাজির করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement