Howrah Station Shed Collapse

হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে ভেঙে পড়ল শেড! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

তবে এই ঘটনায় কেউ আহত হননি। বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ী জানান, হঠাৎ ছাদের চাঙর ভেঙে পড়ার শব্দ তিনি পান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২৩:৫৫
Share:

হাওড়া স্টেশন চত্বরে ভেঙে পড়ল বাস স্ট্যান্ডের শেড। ফাইল চিত্র।

হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে ভেঙে পড়ল সিমেন্টের জরাজীর্ণ শেডের একাংশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।

Advertisement

হাওড়া স্টেশন লাগোয়া বেসরকারি বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন অসংখ্য বাস যাতায়াত করে। এই বাসগুলি মূলত হাওড়ার মধ্যেই চলাচল করে। এখান থেকে বিভিন্ন রুটের বাস শহরে এবং গ্রামে যাতায়াত করে। হাওড়া স্টেশনের পাশে বেসরকারি বাসস্ট্যান্ড হওয়ায় এখানে যাত্রী ভিড় লেগেই থাকে। রবিবার দুপুরে এই বাসস্ট্যান্ডের শেডের একটি অংশ ভেঙে পড়ে।

তবে এই ঘটনায় কেউ আহত হননি। বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ী জানান, হঠাৎ ছাদের চাঙর ভেঙে পড়ার শব্দ তিনি পান। ছুটে গিয়ে দেখেন রাস্তায় কংক্রিটের বড় বড় চাঙর পড়ে আছে। ছাদের অনেকটা অংশে লোহার রড বেরিয়ে পড়েছে। ওখানে যদি যাত্রীরা দাঁড়িয়ে থাকতেন, তবে বড়সড় দুর্ঘটনা ঘটত। বাসস্ট্যান্ডের সামনে একটি গুমটিতে কাজ করেন পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘বহুদিন ওই ছাদের মেরামতির কাজ হয়নি। মাঝে মাঝে বড় বড় চাঙর খসে পড়ে। মাসখানেক আগে ফারুক শেখ নামে এক কন্ডাক্টারের মাথায় চাঙর পড়ে গুরুতর জখম হন। প্রশাসন থেকে মাঝে মাঝে লোকজন এলেও কাজের কাজ কিছুই হয়নি।’’

Advertisement

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোলাবাড়ি থানার পুলিশ। খবর যায় হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর কাছে। তিনি বলেন, ‘‘ওই বাসস্ট্যান্ডের দেখভালের দায়িত্ব কেএমডিএ-র। এ ব্যাপারে কেএমডিএ এবং পুলিশকে চিঠি লিখব, যাতে ওই বাসস্ট্যান্ডের ছাদ ভেঙে দেওয়া হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement