Suvendu Adhikari

খানাকুলে বজ্রপাতে মৃতের বাড়িতে শুভেন্দু, স্ত্রীয়ের হাতে তুলে দিলেন দু’লক্ষ টাকা

আরামবাগ মহকুমার চার বিজেপি বিধায়ক শুভেন্দুর সঙ্গে ছিলেন। পাশাপাশি অভিজিতের ছেলে ও মেয়ের লেখা পড়ার দায়িত্ব নেন খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খানাকুল শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ০০:০৯
Share:

নিজস্ব চিত্র।

খানাকুলে বজ্রপাতে মৃত অভিজিৎ সর্দারের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে খানাকুলের চুয়াডাঙ্গা গ্রামে অভিজিতের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী জ্যোৎস্না সর্দারের সঙ্গে কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক। স্ত্রীয়ের হাতে দলের তরফ থেকে দু’লক্ষ টাকা তুলে দেন। আরামবাগ মহকুমার চার বিজেপি বিধায়ক শুভেন্দুর সঙ্গে ছিলেন। পাশাপাশি অভিজিতের ছেলে ও মেয়ের লেখা পড়ার দায়িত্ব নেন খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। শুভেন্দু বলেন, ‘‘অভিজিতের মা মঙ্গলা সর্দার বিজেপি মহিলা মোর্চার নেত্রী। তাঁর ছেলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবারের পাশে আছি, এটা জানাতেই খানাকুলে এসেছি।’’

অভিজিতের স্ত্রী জ্যোৎস্না বলেন, ‘‘রাজ্য সরকারও আমাদের দু’লক্ষ টাকা দিয়েছে। সংসারে আমার স্বামীই একমাত্র রোজগার করতেন। দুই ছেলে-মেয়ে নিয়ে কী করে চালাব, জানি না।’’

Advertisement

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলত্যাগী আইন নিয়ে সরব বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘দলত্যাগী আইন নিয়ে আমরা বিধান সভায় স্পিকারের রিসিভিং বিভাগে অভিযোগ জমা করবো। আজ ওই বিভাগে কেউ না থাকায় অভিযোগ জমা দেওয়া যায়নি। আগামী কাল সকাল ১১টায় যাব। কালও যদি কেউ না থাকেন, তা হলে স্পিকার মেল করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন