school

Uttarpara School: নিয়োগ অবৈধ, আদালতের নির্দেশে একই স্কুলের দুই শিক্ষিকা বরখাস্ত উত্তরপাড়ায়

রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্তের নির্দেশ হাই কোর্টের। সেই তালিকায় হুগলির ৬৮ জন। তার মধ্যে এক স্কুলের দুই শিক্ষিকা আছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১২:২৪
Share:

এই স্কুলেরই দুই শিক্ষিকা বরখাস্ত। — নিজস্ব চিত্র।

আদালতের নির্দেশে বরখাস্ত একই স্কুলের দুই শিক্ষিকা। হুগলির উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের শিক্ষিকা ছিলেন সুমনা নিয়োগী এবং চন্দ্রিমা দেব। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে।

Advertisement

রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই তালিকায় রয়েছেন হুগলির ৬৮ জন। তার মধ্যে আছেন অমরেন্দ্র বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের শিক্ষিকা সুমনা এবং চন্দ্রিমা। এ নিয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্থানীয় তৃণমূল কাউন্সিলর উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দু’জন শিক্ষিকা দেওয়া হয়েছিল। আমরা তাঁদের নিয়ে স্কুল চালাচ্ছিলাম। সম্প্রতি সুমনা নিয়োগী নামে ওই শিক্ষিকা বদলি হয়েছিলেন। তার পর চিঠি এল ওঁদের দু’জনের নিয়োগ অবৈধ। সব দলের মধ্যেই কিছু দালালচক্র থাকে। তারা এই সব করেছে। এদের শাস্তি হওয়া উচিত।’’

অন্য দিকে, এ নিয়ে হুগলির বিজেপি নেতা স্বপন পালের প্রতিক্রিয়া, ‘‘শাসকদলের নেতারা আত্মীয়দের চাকরি দিয়েছেন। টাকার বিনিময়ে অযোগ্য লোকদের চাকরি দেওয়া হয়েছে। হাই কোর্ট যে রায় দিয়েছে, তা যথাযথ। যোগ্যদের চাকরিতে বহাল করা হোক। আর যাঁরা অন্যায় ভাবে চাকরি পেয়েছিলে,ন তাঁদের জরিমানা করা হোক।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন