MLA

কাঞ্চনের সন্ধান চাই, পোস্টার দেখে বিধায়ক বললেন, ‘আমি মিস্টার ইন্ডিয়া নই, ভ্যানিশ হইনি!’

শনিবার উত্তরপাড়ার কোতরং এলাকায় কাঞ্চনের নাম এবং ছবি দিয়ে কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘নিখোঁজ— উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৪:৫৫
Share:

কাঞ্চন মল্লিকের নামে পোস্টার। — নিজস্ব চিত্র।

সন্ধান চাই ‘নিখোঁজ’দের । দিন কয়েক আগে সাংসদ, বিধায়কের নাম এবং ছবি দিয়ে এমনই পোস্টার পড়েছিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। এ বার সেই কাণ্ড দেখা গেল হুগলিতেও। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে পোস্টার পড়েছে এলাকায়। এ নিয়ে কাঞ্চন জানিয়েছেন, তিনি ‘ভ্যানিশ’ হয়ে যাননি। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

শনিবার উত্তরপাড়ার কোতরং এলাকায় কাঞ্চনের নাম এবং ছবি দিয়ে কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘নিখোঁজ— উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। এ নিয়ে কাঞ্চনকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তরপাড়ার বিজেপি নেতা সঞ্জয় বণিকের কথায়, ‘‘নির্বাচনের পর মানুষ কাঞ্চন মল্লিককে পাাশে পাননি। দীর্ঘ দিন ধরেই মানুষের সমস্যায় তিনি পাশে দাঁড়াননি। তা ছাড়া তিনি যখন প্রার্থী হন তখন কাঞ্চনের দলেরই কিছু লোক তাঁর বিরুদ্ধে সোচ্চার হন। এই পোস্টার দেওয়া তারই প্রতিফলন।’’

সম্প্রতি, আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন‌্‌হা এবং আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা বাংলার বিজেপি মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের নামে নিখোঁজ পোস্টার পড়ে। সেই তালিকায় উঠে এল কাঞ্চনের নামও। এ নিয়ে কাঞ্চনের জবাব, ‘‘আমি বেঁচে আছি। সশরীরে আছি। এখনও মিস্টার ইন্ডিয়া হয়ে যাইনি। ভ্যানিশ হয়ে যাইনি।’’

Advertisement

কেন তাঁর নামে পোস্টার দেওয়া হল? এ নিয়ে অভিনেতা তথা তৃণমূল বিধায়কের ব্যাখ্যা, ‘‘আমি কাঞ্চন মল্লিক, অশরীরী নই। আমার বিধানসভায় হাজার খানেক কালীপুজো হয়। আমি তো সুপারম্যান নই। বাকি যাঁদের কাছে যেতে পারছি না তাঁরা আমার নামে পোস্টার দিলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যিনি পোস্টার ফেলেছেন তিনি আমার সঙ্গে বিশেষ ভাবে যোগাযোগ করতে চাইলে করতে পারেন। তাঁর বাড়ি যাব। এমন কয়েকটা পোস্টার ফেলে আমাকে তাড়ানো যাবে না। আমি আমার কাজ করে যাব।’’

এ নিয়ে শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁই বলেন, ‘‘এটা বিজেপি করেছে। ওদের রাজনীতি করার কোনও ইস্যু নেই। তাই রাতের অন্ধকারে পোস্টার দিচ্ছে। বিধায়ক কাঞ্চন মল্লিক নিয়মিত দফতরে আসেন। মানুষ পরিষেবা পাচ্ছে। এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন