একই পরিবারের ৩ সদস্যের অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগনানের কাঁটাপুকুর গ্রামে। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়াতেই অসুস্থ হয়েছেন তিনজন। সোমবার রাতের ওই ঘটনায় প্রতিবেশীরা জানান, দেনার দায়েই দুই মেয়েকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা। বাগানানের ওরফুলি পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত সরকার বলেন, ‘শুনেছি ওই ব্যক্তির বাজারে প্রচুর ঋণ হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত দশটা নাগাদ ঘর থেকে তিন জনের গোঙানির আওয়াজ শুনে পড়শিরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। পড়শিরা জানান, ওই ব্যক্তির ঘোড়াঘাটায় একটি আসবাবপত্রের দোকান আছে। ব্যবসায় মন্দার কারণে বাজারে তাঁর অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। পাওনাদারদের তাগাদা নিয়ে ওই পরিবারে অশান্তিও হতো। অশান্তির জেরে ওই ব্যক্তির স্ত্রী দিন দু’য়েক আগে বাপেরবাড়ি চলে যান। দেনার দায়ে ও পারিবারিক অশান্তিতেই দুই মেয়েকে নিয়ে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের ধারণা।