পথ দুর্ঘটনায় মৃত

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক অটো যাত্রীর। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের ঈশ্বরীপুর মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পল্লব হালদার (১৬)। বাড়ি মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাত সাড়ে ১২টা নাগাদ বরযাত্রীদের নিয়ে একটি অটো কাকদ্বীপ থেকে মন্দিরবাজারের দিকে যাচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০১:২১
Share:

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক অটো যাত্রীর। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের ঈশ্বরীপুর মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পল্লব হালদার (১৬)। বাড়ি মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, ওই দিন রাত সাড়ে ১২টা নাগাদ বরযাত্রীদের নিয়ে একটি অটো কাকদ্বীপ থেকে মন্দিরবাজারের দিকে যাচ্ছিল। এমন সময় একটি ফলবোঝাই ম্যাটাডোর উল্টোদিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পল্লবের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement