রেললাইন থেকে আধারকার্ড উদ্ধার

রেল লাইন উদ্ধার হল তিনটি বস্তাবন্দি আধার কার্ড। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান মেন শাখার বেলুড় স্টেশনের কাছে, হুগলির তালান্ডু ও খন্যান স্টেশনের মাঝে এবং বর্ধমানের গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০১:১৬
Share:

রেল লাইন উদ্ধার হল তিনটি বস্তাবন্দি আধার কার্ড। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান মেন শাখার বেলুড় স্টেশনের কাছে, হুগলির তালান্ডু ও খন্যান স্টেশনের মাঝে এবং বর্ধমানের গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে। স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকালে রেলের গ্যাংম্যানরা লাইন পর্যবেক্ষণের সময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আধার কার্ডগুলি দেখতে পেয়ে সন্দেহ হয়। এরপর তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, লাইনের পাশে একটি সাদা বস্তা ভর্তি আধার কার্ডগুলি পড়ে রয়েছে। বস্তা ছিঁড়ে যাওয়ায় চলন্ত ট্রেনের হাওয়ায় সেগুলি লাইনের আশেপাশে ছড়িয়ে পড়েছে। বেলুড় স্টেশন সংলগ্ন হাওড়ার দিকে লাইনের পাশ থেকে উদ্ধার হয় এক বস্তা আধার কার্ড। অন্য দিকে একই সময়ে হুগলির তালান্ডু ও খন্যান স্টেশনের মাঝে লাইনের ধারে ওই একই সাদা ছেঁড়া বস্তা ভর্তি উদ্ধার হয় এবং বর্ধমানের শক্তিগড় ও গাংপুর স্টেশনের মাঝে লাইনের ধার থেকে উদ্ধার করা হয় আর এক বস্তা আধার কার্ড। তিন জেলার তিন বস্তায় প্রায় ৬০০০ হাজার আধার কার্ড ছিল। উদ্ধার হওয়া অধিকাংশ আধার কার্ড বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দাদের ঠিকানা রয়েছে। পুলিশের অনুমান, কার্ডগুলি হাওড়া থেকে ট্রেনে করে নিদৃষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। অসাবধনতায় সেগুলি ট্রেন থেকে পড়ে গিয়েছে। তিন জেলার রেল পুলিশ যৌথভাবে ঘটনার তদন্তে নামে। শ্রীরামপুরের এক অনুষ্ঠানে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার এই আধার কার্ড সরকারি পরিষেবার বাধ্যতামূলক করেছে। কিন্তু এখনও আধার কার্ড সমস্ত মানুষের হাতে না পৌঁছনোয় অধিকাংশ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধরনের ঘটনা কেন্দ্র সরকারের উদাসীনতার পরিচয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন