বিক্ষোভ হিন্দমোটরে

বছর তিনেক ধরে বন্ধ হিন্দমোটর কারখানা থেকে মালপত্র চুরির অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিকেলে বিক্ষোভ দেখান কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ একটি ট্রাক কারখানা থেকে বেরোচ্ছিল।

Advertisement
হিন্দমোটর শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৫
Share:

বছর তিনেক ধরে বন্ধ হিন্দমোটর কারখানা থেকে মালপত্র চুরির অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিকেলে বিক্ষোভ দেখান কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ একটি ট্রাক কারখানা থেকে বেরোচ্ছিল। বিষয়টি নজরে আসতেই বিড়লা রোডের সামনে থাকা লোকজন ট্রাককে তাড়া করেন। ট্রাক থেকে লোহার একটি যন্ত্রাংশ পড়ে যাওয়ার পরে চালক দ্রুত গতিতে দিল্লি রোডের দিকে চলে যায়। এর পরেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে যোগ দেন স্থানীয় কংগ্রেস নেতাকর্মীরাও। পরে বিজেপিও সামিল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কারখানা থেকে মালপত্র চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থাই নিচ্ছে না। কারখানা কর্তৃপক্ষকে এলাকায় এসে চুরি বন্ধের আশ্বাস দিতে হবে। ২০১৪ সালের এপ্রিল মাস থেকে এই কারখানা‌টি বন্ধ। কংগ্রেস নেতা ইন্দ্রজিৎ দেব বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই মালপত্র চুরি যাওয়ার কথা বলে আসছিলাম আমরা। এ দিন হাতেনাতে প্রমাণ মিলল।’’ জেলা বিজেপি সভাপতি ভাস্কর চৌধুরীদের অভিযোগ, ‘‘পুলিশ বা শাসকদলের একাংশের মদতেই এমন ঘটছে।’’ পুলিশ অবশ্য অভিযোগ মানেনি। উত্তরপাড়ার পুরপ্রধান‌ তথা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ যাদবের প্রতিক্রিয়া, ‘‘যদি কিছু ঘটে থাকে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন