Arambag

মহিলাকে অ্যাসিড, গ্রেফতার পড়শি

অ্যাসিডে বছর ত্রিশের ওই মহিলার পিঠ এবং বাঁ হাতের কিছু অংশ পুড়ে গিয়েছে। তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৪:০২
Share:

আক্রান্ত গৃহবধূ (বাঁ দিকে)। ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।

পড়শি মহিলার উপরে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগের রায়পুর গ্রামে ধৃত সন্দীপ দেবনাথের বাড়িতেই ঘটনাটি ঘটে। অ্যাসিডে বছর ত্রিশের ওই মহিলার পিঠ এবং বাঁ হাতের কিছু অংশ পুড়ে গিয়েছে। তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

তদন্তে নেমে পুলিশ জেনেছে, সাপের উপদ্রব রুখতে ঘরে রাখা কার্বলিক অ্যাসিড ছোড়া হয় ওই মহিলাকে লক্ষ্য করে। তবে, হামলার কারণ পরিষ্কার নয় বলে তদন্তকারীদের দাবি। হুগলি জেলা (গ্রামীণ) পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এবং যুবকের বাড়ি পাশাপাশি। দুই বাড়ির মধ্যে সখ্যতা রয়েছে। যুবকের মাকে ওই মহিলা ‘কাকিমা’ ডাকেন। তিনি বলেন, ‘‘ওই সন্ধ্যায় কাকিমাকে ডাকতে গিয়েছিলাম। তিনি বাড়িতে ছিলেন না। তাঁর ছেলে টিভি দেখছিল। বাড়ি ফেরার জন্য পা বাড়াতেই ও পিছন থেকে অ্যাসিড ছুড়ে দেয়। ছেলেটি আমার সঙ্গে কোনও দিন খারাপ ব্যবহার করেননি। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যাই।’’

আক্রান্তের মা শুক্রবার বিকেলে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই

ওই যুবককে ধরা হয়। শনিবার আরামবাগ আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছেন, বাড়ির চারদিকে কার্বলিক অ্যাসিড ছেটানোর সময় অসাবধানতাবশত ওই ঘটনা ঘটে। ওই যুবকের বাবা চাষি। তাঁর দাবি, ‘‘ছেলে এমনিতে ঠান্ডা প্রকৃতির। কিন্তু ইদানীং মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করে ফেলছিল। ভেবেছিলাম, চাষের কাজে পরিশ্রমের জন্য রেগে যাচ্ছে, ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছে মানসিক চিকিৎসা করাতে হবে। আক্রান্তের চিকিৎসার ব্যয় আমরাই বহন করব বলেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন