খোলা হল বালি ব্রিজ

খুলে দেওয়া হল বালি ব্রিজের দক্ষিণেশ্বরমুখী রাস্তা। মেরামতির জন্য গত তিন মাস বন্ধ থাকার পরে শুক্রবার গভীর রাত থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়। শুক্রবার বিকেলেই প্রশাসনের সমস্ত স্তরে পূর্ত দফতরের থেকে চিঠি পাঠিয়ে রাস্তা চালু করার বিষয়ে জানিয়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০০:৩০
Share:

খুলে দেওয়া হল বালি ব্রিজের দক্ষিণেশ্বরমুখী রাস্তা। মেরামতির জন্য গত তিন মাস বন্ধ থাকার পরে শুক্রবার গভীর রাত থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়। শুক্রবার বিকেলেই প্রশাসনের সমস্ত স্তরে পূর্ত দফতরের থেকে চিঠি পাঠিয়ে রাস্তা চালু করার বিষয়ে জানিয়ে দেওয়া হয়। রাজ্য পূর্ত দফতর সূত্রের খবর, বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিকের যাওয়ার রাস্তার নিচে থাকা বেশ কয়েকটি টার্ফ প্লেট ও এক্সপ্যানশন জয়েন্ট নষ্ট হয়ে গিয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছিল। খানাখন্দে ভর্তি রাস্তায় চলতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনাও ঘটছিল। এর পরেই পূর্ব রেল ও পূর্ত দফতর যৌথ ভাবে গত ১ জুলাই থেকে মেরামতির কাজ শুরু করে। পূর্ত দফতরের এক কর্তা বলেন, ‘‘৩০জুলাই রাত থেকে ব্রিজ বন্ধ করা হয়েছিল। কাজ শেষ করে যে দিন চালুর কথা ছিল সেই ৩০ সেপ্টেম্বরই রাস্তা খুলে দেওয়া হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement