Belur Math

মা সারদার জন্মোৎসবেও এ বার সাধারণের জন্য দরজা বন্ধ থাকবে বেলুড় মঠের

করোনা পরিস্থিতির জন্য কত দিন পর্যন্ত ভক্তদের প্রবেশ বেলুড় মঠে বন্ধ থাকছে, সে কথা ঠিক করতে আগামী ২০ জানুয়ারি আলোচনা হবে বলে জানিয়েছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

হুগলি শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৮:১৬
Share:

বেলুড় মঠ।

আগামী ৫ই জানুয়ারি, মঙ্গলবার, সারদা মায়ের জন্মোৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বেলুড় মঠে। তবে করোনা আবহে গত শুক্রবার কল্পতরু উৎসবের মতোই ভক্ত ও সাধারণের প্রবেশাধিকার থাকবে না এবার সারদা দেবীর জন্মোৎসবে।

Advertisement

আগামী ১২ জানুয়ারিও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ৩৭তম যুব উৎসব পালিত হবে বেলুড় মঠে। অন্যান্য বছর প্রায় ১০ হাজার যুব ও ছাত্রছাত্রী ওই দিন বেলুড় মঠে জমায়েত হন। এ বার বিবেকানন্দ সভাগৃহে সীমিত সংখ্যক অতিথি ও আলোচকের উপস্থিতিতে পালিত হবে যুব দিবস। ভার্চুয়াল মাধ্যমে প্রচারিত হবে অনুষ্ঠান। ইউটিউব ও দূরদর্শনে দেখা যাবে তা।

করোনা পরিস্থিতির জন্য কত দিন পর্যন্ত ভক্তদের প্রবেশ বেলুড় মঠে বন্ধ থাকছে, সে কথা ঠিক করতে আগামী ২০ জানুয়ারি আলোচনা হবে বলে জানিয়েছেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ। উল্লেখ্য, লকডাউনের সময় থেকে বেলুড় মঠ সাধারণের জন্য বন্ধ করা হয়। এর পর কয়েক দিন খোলা হলেও গত ২ আগস্ট, ২০২০ থেকে বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয়। যদিও পূজা-পাঠ ঠিক মতোই চলছে।

Advertisement

স্বামী দিব্যানন্দ জানান, সন্ন্যাসীদের অনেকের বয়স বেশি, তাই তাঁরা যাতে করোনা আক্রান্ত না হন, সেই বিষয়ে খেয়াল রেখেই তাঁরা বন্ধ রেখেছেন বেলুড় মঠ।যদিও ভক্তদের অসুবিধা বা অধৈর্য হওয়ার কথা তাঁরা অনুভব করছেন।

তাই পূর্ব নির্ধারণ অনুযায়ী ২৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও ২০ জানুয়ারি তাঁরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন: রাস্তা বেহাল সংস্কারের দাবিতে রাস্তায় কলা গাছ বসিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির

আরও পড়ুন: বেলুড় মঠের আসন সংরক্ষণ কেন্দ্র বন্ধ করছে পূর্ব রেল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন