BJP

বিজেপি কার্যালয়ের দু’বার করে উদ্বোধন

গত বছরের ৩১ জুলাই কার্যালয়টি উদ্বোধন করেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯
Share:

প্রতীকী ছবি।

সতেরো মাসের ব্যবধানে ফের উদ্বোধন হল উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া জেলা (গ্রামীণ) বিজেপির দলীয় কার্যালয়ের। যা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে দলের অন্দরেই। বিধানসভা নির্বাচনের মুখে একই কার্যালয়ের দু’বার করে উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা নেতৃত্বের একাংশ।

Advertisement

গত বছরের ৩১ জুলাই কার্যালয়টি উদ্বোধন করেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সেই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছিল। তারপর থেকে কার্যালয় থেকে নানা দলীয় কর্মসূচি করেছে বিজেপি। বুধবার ফের কার্যালয়টি ‘ভার্চুয়াল’ উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।

দলের এক জেলা স্তরের নেতা বলেন, ‘‘বারবার উদ্বোধন করে কী লাভ বুঝছি না। এটা কেন্দ্রীয় নেতৃত্বকেও অসম্মান।’’ জেলা (গ্রামীণ) বিজেপি সভাপতি শিবশঙ্কর বেজের দাবি, ‘‘আগের বার আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। কার্যালয়ে নতুন কিছু ঘর তৈরি হয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি রাজ্যে এসে এটি নিয়ে ন’টি কার্যালয়ের ‘ভার্চুয়াল’ উদ্বোধন করে গিয়েছেন। যাঁরা বলছেন দু’বার উদ্বোধন হল, তাঁরা ভিত্তিহীন কথা বলছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন