টুকরো খবর

এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরামপুরের গাঙ্গুলিবাগানের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঝিলিক কর (১৬)। সে একাদশ শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিভি দেখা নিয়ে পরিবরের লোকজন বকাবকি করেছিলেন ঝিলিককে।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ০০:৩৬
Share:

অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

Advertisement

এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীরামপুরের গাঙ্গুলিবাগানের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঝিলিক কর (১৬)। সে একাদশ শ্রেণিতে পড়ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিভি দেখা নিয়ে পরিবরের লোকজন বকাবকি করেছিলেন ঝিলিককে। অনুমান, তার জেরেই অভিমানে আত্মঘাতী ওই হয়েছে কিশোরী। শুক্রবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।

Advertisement

ভাঙল জেটির গ্যাংওয়ে

শনিবার সকালে ভেঙে যায় বাউড়িয়া জেটির এই গ্যাংওয়ে। ফলে, বন্ধ হয়ে যায় বাউড়িয়া-বজবজ লঞ্চ পরিষেবা। তবে, এতে কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটিঘাটের একাংশও। হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির সভাপতি তথা হাওড়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অশোক ঘোষ বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় জেটিঘাট মেরামতের চেষ্টা চলছে। প্রয়োজন হলে বিকল্প পথে ফেরি চলাচল করানো হবে।”

উলুবেড়িয়ায় বিজেপি-র দেওয়াল লিখন। ছবি: সুব্রত জানা।

বন্ধ হোক নারী নির্যাতন। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement