টুকরো খবর

হাওড়ার বাকসাড়ায় সরকারি জমি বেআইনি ভাবে বিক্রি করার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার হাতে নিগৃহীত হয়েছিলেন লক্ষ্মী রায় নামে এক বাসিন্দা। তার চার দিন পরেও ধরা পড়ল না অলোকরঞ্জন দাস ওরফে মানিক নামে ওই নেতা। পুলিশের খাতায় এখনও সে ফেরার। রবিবার সেই অভিযুক্ত মানিক দাসকে দল থেকে বহিষ্কার করল হাওড়া জেলা তৃণমূল।

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৫ ০১:২৭
Share:

বাকসাড়ায় সেই তৃণমূল নেতা বহিষ্কৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

হাওড়ার বাকসাড়ায় সরকারি জমি বেআইনি ভাবে বিক্রি করার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার হাতে নিগৃহীত হয়েছিলেন লক্ষ্মী রায় নামে এক বাসিন্দা। তার চার দিন পরেও ধরা পড়ল না অলোকরঞ্জন দাস ওরফে মানিক নামে ওই নেতা। পুলিশের খাতায় এখনও সে ফেরার। রবিবার সেই অভিযুক্ত মানিক দাসকে দল থেকে বহিষ্কার করল হাওড়া জেলা তৃণমূল। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, মানিক দলবল নিয়ে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। বহিষ্কার করা হলেও রাজনৈতিক চাপেই মানিককে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। যদিও অভিযোগ অস্বীকার করে হাওড়া পুলিশের এক কর্তা জানান, মানিক দাসকে এলাকায় দেখা গিয়েছে এমন খবর তাঁদের কাছে নেই। তিনি বলেন, “মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ আছে। কেন এখনও তাদের ধরা গেল না, তা দেখা হচ্ছে। তৃণমূলের হাওড়া জেলার সভাপতি (শহর) তথা কৃষি ও বিপণন মন্ত্রী অরূপ রায় জানান, এক বছর আগেই দুর্নীতির অভিযোগে স্থানীয় যুব সভাপতির পদ থেকে মানিককে সরানো হয়। তার পরেও সরকারি জমি বিক্রি, পুকুর বোজানোর বহু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজের ঘোর বিরোধী। অরূপবাবু বলেন, “অনুসন্ধান কমিটি অভিযোগ খতিয়ে দেখেছে। তার পরেই মানিককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।”

Advertisement

ডোমজুড়ে আবার শুরু ভলিবল লিগ
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড়

দশ বছর বন্ধ থাকার পর শনিবার থেকে ডোমজুড়ে শুরু হল ভলিবল লিগ। আয়োজক ডোমজুড় থানা স্পোটর্স অ্যাসোসিয়েশন। উদ্যোক্তারা জানান, ৬টি দল যোগ দিয়েছে। দলগুলি হল ডোমজুড় ইয়ং মেনস্ অ্যাসোসিয়েশন, পার্বতীপুর মিলন সঙ্ঘ, বাঁকড়া আঞ্জুমান ক্লাব, নারনা সপ্তশিখা, ডোমজুড় জাগ্রত সঙ্ঘ ও উত্তর ঝাঁপড়দহ পল্লিমঙ্গল সমিতি। ডোমজুড় প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রথম খেলায় ডিওয়াইএমএ মুখোমুখি হয় নারনা সপ্তশিখার। ডিওয়াইএমএ ২৫-১২, ২৫-৯ সেটে জয়ী হয়। রবিবার লিগের দ্বিতীয় খেলাটি হয় পার্বতীপুরে। এই খেলায় পল্লিমঙ্গল ২-১ সেটে মিলন সঙ্ঘকে হারায়। সম্প্রতি ডিওয়াইএমএ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক দিনের মহিলা ভলিবল প্রতিযোগিতা। চার দলের এই প্রতিযোগিতার ফাইনালে সালকিয়া অ্যাসোসিয়েশনকে হারিয়ে সেরা খুরুট ধর্মতলা বারোয়ারি সমিতি।

দুর্ঘটনায় মৃত চালক
নিজস্ব সংবাদদাতা • পোলবা

ট্রাক ও একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। তিনি ট্যাঙ্কার-চালক। জখম ট্রাক-চালক। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পোলবার অ্যাড়েঙ্গা মোড়ের কাছে দিল্লি রোডে। মৃতের নাম দিলীপচন্দ্র রায় (২৮)। তিনি শিলংয়ের বাসিন্দা। আহতকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়।

সিঙ্গুরে আলু পুড়িয়ে আন্দোলন।

রানাঘাট কাণ্ডের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় ব্যান্ডেল চার্চের
সন্ন্যাসিনী এবং স্থানীয় বাসিন্দাদের মোমবাতি মিছিল।—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement