টুকরো খবর

জাল টাকা-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে। পুলিশ জানায়, ধৃতদের নাম তালিয়া ওরফে কানন দাস, সুনীল ওরফে অজয় মিশ্র এবং লালজি সাহানি। তিন জনেরই বাড়ি প্রভাসনগরে। ধৃতদের কাছ থেকে ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৫ ০২:৪৬
Share:

জাল টাকা-সহ ধৃত তিন শ্রীরামপুরে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

জাল টাকা-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে। পুলিশ জানায়, ধৃতদের নাম তালিয়া ওরফে কানন দাস, সুনীল ওরফে অজয় মিশ্র এবং লালজি সাহানি। তিন জনেরই বাড়ি প্রভাসনগরে। ধৃতদের কাছ থেকে ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক প্রত্যেককেই ১৪ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, ধৃতেরা দুষ্কৃতী রঞ্জিত সরোদের সাগরেদ। তোলাবাজির অভিযোগ রয়েছে তাদের নামে। দিন কয়েক আগে রঞ্জিতও পুলিশের হাতে ধরা পড়ে।

Advertisement

বিহারে ফুটবলে জয়ী বিএস পার্ক

ভিন্রাজ্যে নকআউট ফুটবলে খেতাব জিতল বৈদ্যবাটির বিএস পার্ক। সম্প্রতি বিহারের গোপালগঞ্জ জেলার কোরেয়ায় ‘অল ইন্ডিয়া বাচ্চা রাই উপেন্দ্র রাই মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে’ অংশ নেয় বৈদ্যবাটির দলটি। প্রথম খেলায় তারা ২-০ গোলে জেতে নেপাল একাদশের বিরুদ্ধে। সেমিফাইনালে একই ব্যবধানে হারায় দিল্লির আর্মি একাদশকে। ফাইনালে লখনউয়ের সাহারার বিরুদ্ধে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় বিএস পার্ক। ক্লাবের কোচ গোপীনাথ পাইন জানান, মহকুমা ও জেলা ক্রীড়া সংস্থা এবং আইএফএ-র অনুমতি নিয়ে বিএস পার্ক ওই প্রতিযোগিতায় যোগদান করে। কর্মকর্তা সৌমেন ঘোষ বলেন, “এই পর্যায়ের টুর্নামেন্টে জয় এ বারই প্রথম।”

জিতল অলটাইম ওপেন ক্লাব

শ্যামপুর চালিতাপাড়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় জিতল অলটাইম ওপেন ক্লাব। গত ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় হাওড়া ও কলকাতার মোট আটটি দল অংশ নিয়েছিল। ফাইনালে মুখোমুখি হয় শ্যামপুরের অনন্তপুর অলটাইম ওপেন ক্লাব ও সাঁতরাগাছি মর্নিং স্টার। ম্যাচে ১-০ গোলে জয়ী হয় অলটাইম ওপেন। দলের হয়ে গোল করেন খায়রুল বাসার। মর্নিং স্টার ক্লাবের অমিত মিত্র ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন