টুকরো খবর

স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুল কার-দুর্ঘটনায় জখম হল পাঁচটি শিশু। কারও পা কেটেছে। কারও চোখের তলায় চোট লেগেছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডানকুনির মনবের ষষ্ঠীতলা এলাকায় অহল্যাবাঈ রোডে। পাশ কাটাতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে পুলকারটি।

Advertisement
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০০:১৮
Share:

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। হাসপাতালে আনা হয়েছে এক আহতকে। —নিজস্ব চিত্র।

পুল কার দুর্ঘটনায় জখম পাঁচ শিশু

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ডানকুনি

স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুল কার-দুর্ঘটনায় জখম হল পাঁচটি শিশু। কারও পা কেটেছে। কারও চোখের তলায় চোট লেগেছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডানকুনির মনবের ষষ্ঠীতলা এলাকায় অহল্যাবাঈ রোডে। পাশ কাটাতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে পুলকারটি। জখম পাঁচটি শিশুকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে, কারও আঘাতই গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পুলকার-চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারি থেকে তৃতীয় শ্রেণির ১১ জন পড়ুয়া এ দিন ওই পুলকারে উঠেছিল। গাড়িটি ভাড়া করা। পুলকারটি জগদীশপুরের দিকে যাওয়ার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। গাড়িটিই সামনের কাচ ভেঙে যায়। বাঁ দিক তুবড়ে যায়। পুলিশ জখম পাঁচটি শিশুকে প্রথমে ডানকুনির একটি নার্সিংহোমে নিয়ে যায়। সেখান থেকে দেবজিৎ মণ্ডল নামে একটি শিশুকে তাঁর বাড়ির লোকজন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সম্রাট ঘোষ নামে আর একটি শিশুকে শিবপুরে নিয়ে গিয়ে সেখানকার নার্সিংহোমে ভর্তি করান তার পরিবারের সদস্যেরা। দুর্ঘটনার খবর পেয়ে ডানকুনির ওই নার্সিংহোমে চলে যান স্কুলের পাঁচ শিক্ষিকা। তাঁদের একজন নন্দিতা সিংহ বলেন, “স্কুল ছুটির পরে আমরাও বাড়ি যাওয়ার তোড়জোড় করছিলাম। তখনই দুর্ঘটনার খবর পাই। তবে, কারও আঘাত গুরুতর নয়, এটাই রক্ষে।”

Advertisement

গুড়িয়া হত্যা মামলায় সাক্ষ্য রাঁধুনির

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

দুলাল স্মৃতি সংসদ হোমের আবাসিক গুড়িয়া হত্যা মামলায় এ বার সাক্ষ্য দিলেন হোমের রাঁধুনি নাজমা খাতুন। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাষ্ট ট্র্যাক কোর্ট) অরূপ বসুর এজলাসে তিনি সাক্ষ্য দেন। এ দিন নাজমা খাতুন বলেন, “হোমের সম্পাদক উদয় চাঁদ কুমার ও তাঁর বন্ধু শ্যামল ঘোষ আবাসিক মেয়েদের মারধর করতেন। তাঁদের উপর নানা ভাবে অত্যাচারও চালাতেন।” নাজমা আরও বলেন, “গুড়িয়াকে হত্যা করে হোমের সিঁড়ির নীচে তাঁর দেহ ফেলে রাখা হয়েছিল। পরে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে হোম চত্বরে তা পুঁতে ফেলা হয়।”

ফুচকা খেয়ে অসুস্থ ৮০

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ায় খানাকুলের ধামলা গ্রামের শিশু-সহ ৮০ জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে গ্রামে এক ফুচকা বিক্রেতার কাছে ফুচকা খাওয়ার পর রাত থেকে অনেকে অসুস্থতা বোধ করতে থাকেন। বৃহস্পতিবার সকাল থেকে বমি পায়খানা শুরু হয়। কয়েকজনের জ্বরও আসে। সঙ্গে সঙ্গে তাঁদের খানাকুল গ্রামীণ ও আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আরামবাগ হাসপতালের সুপার শান্তনু নন্দী বলেন, “ফুচকা থেকে কোনও বিষক্রিয়া ঘটতে পারে। তবে আতঙ্কের কিছু নেই। সকলেই সুস্থ হয়ে উঠছেন।”

শ্লীলতাহানি, ধৃত যুবক

নিজস্ব সংবাদদাতা • হরিপাল

বাড়িতে ঢুকে এক স্কুলছাত্রীর শ্লীলতহানির ঘটনায় পড়শি এক যুবককে গ্রেফতার করল হরিপাল থানার পুলিশ। ছাত্রীর অভিযোগ, গত ৩১ জুলাই রাতে বাড়িতে ঘুমিয়ে থাকার সময় বাঁশের দরজা খুলে ঘরে ঢুকে ওই যুবক তার শ্লীলতাহানি করে। ছাত্রীটির চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে যুবকটি পালিয়ে যায়। তারপর থেকে যুবকটির পরিবারের পক্ষ থেকে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বুধবার থানায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ওই দিনই তাকে গ্রেফতার করা হয়।

দুর্ঘটনা, জখম ২

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ফের দুর্ঘটনা হাওড়ায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের সামনে। গত একমাসে দু’টি বাইক দুর্ঘটনা হয় সেখানে। বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের একটি গাড়ি। পুলিশ জানায়, প্রিজন ভ্যানটি যখন কোনা এক্সপ্রেসওয়ের অ্যাপ্রোচ রোড দিয়ে নবান্নের দিকে আসছিল, তখন তার গিয়ার বক্স ভেঙে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িতে ছিলেন ৬ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে দু’জনের মাথায় আঘাত লাগে। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবিস্তার জানতে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement