টুকরো খবর

এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ এবং শেষে তাঁকে খুনের চেষ্টার অভিযোগে এক স্কুল-শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাঁশবেড়িয়ার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস নামে ওই শিক্ষককে তাঁর বাড়ি থেকেই ধরা হয়। বিবাহিত প্রশান্তবাবু সিঙ্গুরের একটি স্কুলের টিচার-ইনচার্জ। তাঁর বছর চারেকের একটি মেয়েও রয়েছে। ওই ছাত্রীর বাড়ি সিঙ্গুরের বাসুবাটিতে।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৪ ০২:২০
Share:

ছাত্রীকে ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগে ধৃত

Advertisement

নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর

এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ এবং শেষে তাঁকে খুনের চেষ্টার অভিযোগে এক স্কুল-শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বাঁশবেড়িয়ার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস নামে ওই শিক্ষককে তাঁর বাড়ি থেকেই ধরা হয়। বিবাহিত প্রশান্তবাবু সিঙ্গুরের একটি স্কুলের টিচার-ইনচার্জ। তাঁর বছর চারেকের একটি মেয়েও রয়েছে। ওই ছাত্রীর বাড়ি সিঙ্গুরের বাসুবাটিতে। প্রশান্তবাবু যে স্কুলে শিক্ষকতা করেন, ছাত্রীটি সেই স্কুল থেকেই এ বার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ জানিয়েছেন, সোমবার ওই ছাত্রীর বাবা সিঙ্গুর থানায় প্রশান্তবাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। ছাত্রীর পরিবারের লোকজনের অভিযোগ, দু’বছর ধরে ওই শিক্ষক ছাত্রীকে হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। তাঁরা প্রথমে বিষয়টি জানতে পারেননি। মাস খানেক আগে প্রশান্তবাবু ছাত্রীটিকে মোটরবাইকে চাপিয়ে চন্দননগরের একটি বিনোদন পার্কে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ছাত্রীটি মোটরবাইক থেকে পড়ে যান। তাঁর পা ভাঙে। এর পরেই প্রশান্তবাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হয়। মেয়েটির বাবা বলেন, “সম্প্রতি মেয়ে আমাদের কাছে সব খুলে বলে। শিক্ষক পিতৃতুল্য। কিন্তু ওই শিক্ষক মেয়েকে খারাপ উদ্দেশ্যে এখানে-ওখানে নিয়ে গিয়েছিলেন। একাধিকবার মেয়েক ধর্ষণ করেছেন। শেষে খুনের চেষ্টাও করলেন।”

Advertisement

সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

—নিজস্ব চিত্র।

আরামবাগের মায়াপুরে অরবিন্দ পাঠাগারের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শনিবার পাঠাগার প্রাঙ্গনে সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমান। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়, আরামবাগ আই সি অলোকরঞ্জন মুন্সী প্রমুখ।

প্রৌঢ়ের দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

মঙ্গলবার সকালে আরামবাগের বৃন্দারামপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদী থেকে এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। দেহটি অন্যত্র জায়গা থেকে জলে ভেসে এসেছে বলে অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন