টুকরো খবর

ফাঁকা বাড়িতে একের পর এক দরজার তালা এবং আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না চুরি হল হাওড়ায়। বদলে নকল সোনার গয়না রেখে দিয়ে যায় চোরেরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে দাশনগর থানার কাছে সিটিআই মোড়ে।

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০১:৫৫
Share:

ফাঁকা বাড়িতে গয়না চুরি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

ফাঁকা বাড়িতে একের পর এক দরজার তালা এবং আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না চুরি হল হাওড়ায়। বদলে নকল সোনার গয়না রেখে দিয়ে যায় চোরেরা। বুধবার রাতে ঘটনাটি ঘটে দাশনগর থানার কাছে সিটিআই মোড়ে। মাসখানেক আগে ওই এলাকাতেই থানা থেকে কিছু দূরে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে আলুর বস্তা ছিনতাই হয়। ওই সময়ে এক ট্রাকচালক ১০০ ডায়ালে ফোন করে কন্ট্রোল রুমে জানালে পুলিশ তড়িঘড়ি পৌঁছে তিন ছিনতাইবাজকে ধরে। তার পরেও রাত-পাহারায় পুলিশ যে যথেষ্ট সতর্ক হয়ে ওঠেনি, এই চুরির ঘটনা ফের তা প্রমাণ করল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সিটিআই এলাকার কয়েকটি বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তালা ভেঙে বাসিন্দারা বাইরে এসে দেখেন, কয়েক দিন ধরে বন্ধ থাকা একটি বাড়ির কোল্যাপসিব্‌ল ও সদর দরজার তালা ভাঙা। এ দৃশ্য দেখেই এলাকার বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ জানায়, স্বামীর মৃত্যুর পরে একাই থাকেন শিপ্রাদেবী। তাঁর ছেলে কর্মসূত্রে থাকেন বিদেশে এবং মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। গত শনিবার থেকে ছিলেন না শিপ্রাদেবী। ফলে পাঁচ দিন ধরে বাড়িটি তালাবন্ধই পড়ে ছিল। হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, “বাড়ি ফাঁকা করে চলে যাওয়ার ব্যাপারে মালিকদের আরও সতর্ক হওয়া উচিত। মোবাইল ভ্যান যাতে রাতপাহারায় আরও সতর্ক হয়, তা দেখতে হবে।”

Advertisement

চন্দননগরে আজ মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

সাগরের কর্মসূচী সেরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার চন্দননগরে আসার কথা। প্রশাসন সূত্রের খবর, কলকাতা থেকে সরাসরি লঞ্চে চন্দননগরের রানিঘাটে তিনি নামবেন। সেখান থেকে শহরের প্রথম বারোয়ারি পুজো আদি মা চাউলপট্টিতে যাবেন। সেখানে তাঁর পুজো দেওয়ার কথা। তারপর চাউলপট্টি থেকে বড়বাজার সর্বজনীন পুজোমণ্ডপে তাঁর যাওয়ার কর্মসূচী রয়েছে। পুজোর অন্যতম উদ্যোক্তা চন্দননগরের বিধায়ক কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক সাউ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার আইজি পশ্চিমাঞ্চল সিদ্ধিনাথ গুপ্ত এবং জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী চন্দননগরের দু’টি বারোয়ারি মণ্ডপই পরিদর্শনে যান। তাঁদের সঙ্গে জেলাশাসক মনমীত নন্দা ছিলেন। এদিনই কলকাতা থেকে এসপিজি-র একটি টিম চন্দননগরে আসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। বৃহস্পতিবার সিঙ্গুরের রতনপুরে উদয় সঙ্ঘেরজগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওই পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের কৃষি দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।

দর্শনার্থীদের জন্য ১৬টি শৌচাগার
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

সপ্তমী থেকে দশমী--- চার দিনে চন্দননগরে ভিড় করেন কয়েক লক্ষ দর্শনার্থী। তাঁদের সুবিধার জন্য শহরের স্টেশন, বিভিন্ন মোড়ে এবং মণ্ডপের আশপাশে ১৬টি অস্থায়ী শৌচাগার নির্মাণ করেছে পুরসভা। তিন দিন সকাল থেকে রাত ১টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে বলে পুরসভা সূত্রে খবর।

পুলিশ সেজে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আইপিএস অফিসার-সহ নানা ধরনের ভুয়ো পরিচয় দিয়ে শাগরেদদের নিয়ে বিভিন্ন হোটেলে খেয়ে বিল না-মিটিয়ে চলে যেত সে। সৌরভ দাশগুপ্ত নামে ওই যুবককে বুধবার হাওড়ার বি গার্ডেনের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পদস্থ পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে সৌরভ উঠত মূলত নিউ টাউন, রাজারহাট, সল্টলেকের হোটেলে। খাওয়াদাওয়া করে বিল না-মিটিয়ে চম্পট দিত সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন