টুকরো খবর

একটি ধাবা থেকে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে আটক করল উলুবেড়িয়া থানার পুলিশ। রবিবার এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার রঘুদেবপুরের মুম্বই রোডের ধারে। ধৃতদের কাছ থেকে ২টি নাইন এমএস পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ০০:২৭
Share:

আটক পাঁচ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

Advertisement

একটি ধাবা থেকে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে আটক করল উলুবেড়িয়া থানার পুলিশ। রবিবার এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার রঘুদেবপুরের মুম্বই রোডের ধারে। ধৃতদের কাছ থেকে ২টি নাইন এমএস পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকে পুলিশ ঘটনাস্থলে সাদা পোশাকে উপস্থিত ছিল। বেলা দু’টো নাগাদ একটি সাদা রঙের গাড়িতে ওই পাঁচ যুবক ধাবায় খাবার খেতে ঢোকে। সে সময়ে তাদের কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। কিছু সময় পরে আরও দুই ব্যক্তি, তাদের হাতে একটি কালো ব্যাগ দিয়ে চলে যায়। তাতে সন্দেহ বাড়লে পুলিশ চার পাশ থেকে তাদের ঘিরে ধরে। সে সময়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ বন্দুকের ফাঁকা আওয়াজ করে এবং ধাবার দরজা বন্ধ করে দেয়। তার পরই তাদের ব্যাগ তল্লাশি করে অস্ত্র ও টাকা উদ্ধার হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিক তদন্তে র পরে পুলিশ জানিয়েছে এর পেছনে কোনও বড় চক্র রয়েছে। জেরায় ওই যুবকেরা জানিয়েছে, তারা কলকাতার চেতলার বাসিন্দা। পুলিশ ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement

দু’টি দুর্ঘটনায় মৃত ১, জখম ২
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর

দু’টি পথ দুর্ঘটনায় রবিবার চন্দননগরে মৃত্যু হল এক জনের। আহত দু’জন। কুয়াশাভরা সকালে পঞ্চাননতলায় এই ব্যক্তি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পরেই থানায় জানানো হলেও পুলিশ দেরিতে আসে। পুলিশ অভিযোগ মানেনি। তাদের দাবি, থানায় ফোন যাওয়ামাত্র ওই ব্যক্তিকে উদ্ধার করতে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জখম অবস্থায় পড়ে থাকতে দেখেও হাসপাতালে নিয়ে যাননি তাঁকে। অন্য দিকে, বেলা ১টা নাগাদ গোন্দলপাড়া মরান রোডে একটি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দুই বাইক আরোহী জখম হন। চিকিত্‌সার জন্য তাঁদের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • খানাকুল

শরিকি বিবাদে খানাকুলের হরিশচকের এক বধূর শ্লীলতাহানি ও তাঁকে মারধরের অভিযোগে এক পড়শিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে হরিসাধন মাজি নামে ওই অভিযুক্তকে ধরা হয়। বাড়ি নিয়ে দু’টি পরিবারের দীর্ঘদিন বিবাদ চলছিল। ৫ নভেম্বর বাড়িতে চড়াও হয়ে বধূর স্বামীকে মারধর করে অভিযুক্ত। তাঁকে বাঁচাতে গেলে মহিলাকে প্রহার ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। রবিবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির তোলা হলে তার ১৪ দিন জেল-হাজত হয়।

পরিত্যক্ত স্যুটকেস ঘিরে আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বালি স্টেশনে একটি পরিত্যক্ত স্যুটকেস ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়াল। ব্রিফকেসটি প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ পড়ে থাকায় যাত্রীরা আরপিএফ-কে জানান। আরপিএফ জানায়, সেটি থেকে বিএসএফের দু’টি উর্দি ও একটি পরিচয়পত্র মেলে। তা বিএসএফের এক নম্বর ব্যাটেলিয়নের প্রধান কনস্টেবলের বলে জানা গিয়েছে। রেলপুলিশ ব্রিফকেসটি জিআরপি-র হাতে তুলে দেয়। রেলপুলিশ জানায়, কনস্টেবল সম্ভবত ব্রিফকেসটি হারিয়ে ফেলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন