বাগনানে বাস দুর্ঘটনা, মৃত এক শিশু, আহত ২০

বয়স মাত্র ছ’মাস। জন্মানোর পর মাত্র বার দুয়েক মেচেদায় মামারবাড়ি এসেছিল ছোট্ট রণিত। আর সেখান থেকে মা আর দাদুর সঙ্গে বাসে চড়ে ডোমজুড়ে নিজের বাড়িতে ফিরছিল সে। দাদুর কোলে বসে সে বেশ হাসিখুশি মেজাজেই ছিল। হঠাৎ মর্মান্তিক বাস দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৫:১৮
Share:

বয়স মাত্র ছ’মাস। জন্মানোর পর মাত্র বার দুয়েক মেচেদায় মামারবাড়ি এসেছিল ছোট্ট রণিত। আর সেখান থেকে মা আর দাদুর সঙ্গে বাসে চড়ে ডোমজুড়ে নিজের বাড়িতে ফিরছিল সে। দাদুর কোলে বসে সে বেশ হাসিখুশি মেজাজেই ছিল। হঠাৎ মর্মান্তিক বাস দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা চন্দ্রপুরের কাছে বাস দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় রণিত জানা নামে ওই শিশুটি মারা গিয়েছে। একই সঙ্গে প্রায় ২০ জন গুরুতর ভাবে আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বেলঘরিয়ার বাদামতলা থেকে দিঘার দিকে যাচ্ছিল। ওই বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। বাগনানের মহিষবেতা সেতুর কাছে দিঘাগামী বাসটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি জলের ট্যাঙ্ককে পিছন থেকে ধাক্কা মারে। আহতদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন-ভরসা জোগাতে ভোটারদের ভিজিটিং কার্ড বিলি ভি কে-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement