হাওড়ায় মত্স্য ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন

হাওড়ার কুলগাছিয়ায় উদ্ধার হল এক মত্স্য ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটে রবিবার সকালে। পুলিশ সূত্রে খবর, প্রতি দিনের মতো ভোর চারটে নাগাদ কুলগাছিয়ার নিজের বাড়ি থেকে বের হন বছর পঁচিশের ওই ব্যবসায়ী। তিনি রামরাজাতলা এলাকায় মাছ বিক্রি করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ১৩:১৫
Share:

হাওড়ার কুলগাছিয়ায় উদ্ধার হল এক মত্স্য ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটে রবিবার সকালে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রতি দিনের মতো ভোর চারটে নাগাদ কুলগাছিয়ার নিজের বাড়ি থেকে বের হন বছর পঁচিশের ওই ব্যবসায়ী। তিনি রামরাজাতলা এলাকায় মাছ বিক্রি করেন। এ দিন সকালে স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুন করার পর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকা লুঠ করে নিয়ে পালায় দুষ্কৃতীরা।

পুলিশ কুকুর এনে খুনিদের ধরতে হবে এই অভিযোগ তুলে দেব আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তাও অবরোধ করে রাখেন। তাঁদের অভিযোগ, আইনশৃঙ্খলা অবনতির কারণেই এমন ঘটনা ঘটছে। দিনে দুপুরে এমন খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement