ট্রেন থেকে পড়ে মৃত্যু পরীক্ষার্থীর

রাজ্য সরকারের ‘গ্রুপ-ডি’ কর্মী পদে পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়খণ্ড থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির পান্ডুয়া এবং খন্যানের মাঝে কলিসন্ডার কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০২:২৪
Share:

রাজ্য সরকারের ‘গ্রুপ-ডি’ কর্মী পদে পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়খণ্ড থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির পান্ডুয়া এবং খন্যানের মাঝে কলিসন্ডার কাছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম নিখিলেশ কুমার যাদব (২০)। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার কমলটোলা গ্রামে। দেহটি ময়না-তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাল্যবন্ধু এবং পড়শি গৌরব দাসের সঙ্গে ডাউন গয়া-হাওড়া এক্সপ্রেসে হাওড়া আসছিলেন নিখিলেশ। সেখান থেকে ট্রেন ধরে তাঁদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যাওয়ার কথা ছিল। সেখানকার ইরপালা গার্লস গাইস্কুলে তাঁদের সিট পড়েছে। গৌরব রেল পুলিশকে জানিয়েছেন, ভোরের দিকে গরম লাগায় নিখিলেশ ট্রেনের কামরার দরজার ধারে গিয়ে বসেন। বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। আচমকা কোনও ভাবে পড়ে যান। পাশে বসা সহযাত্রীর কাছে সে কথা শুনে গৌরব চেন টানেন। কিন্তু ট্রেন দাঁড়ায়নি। এর পরে ব্যান্ডেলে ট্রেন দাঁড়ালে তিনি রেল পুলিশকে খবর দেন এবং পান্ডুয়া স্টেশনে আসেন।

গৌরব বলেন, ‘‘নিখিলেশ কামরার দরজার ধারে চলে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এক সহযাত্রী নিখিলেশের পড়ে যাওয়ার কথা জানান। পান্ডুয়া থানায় গিয়ে ওঁর মৃতদেহ দেখি। আমরা একসঙ্গে ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছিলাম। ওঁর ইচ্ছে ছিল বাংলায় সরকারি চাকরি করার। সেটাই হল না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement