মশার লার্ভা সংগ্রেহ করা হচ্ছে। ডানদিকে, ছড়ানো হচ্ছে মশা মারার তেল। ছবি: দীপঙ্কর দে।
প্রকোপ না কমায় ডেঙ্গির মোকাবিলায় আরও জোরদার অভিযানে নামছে শ্রীরামপুর পুরসভা। যে সমস্ত এলাকায় ডেঙ্গি ছড়িয়েছে, সেখানে ইতিমধ্যেই বাড়ি বাড়ি অভিযান চালিয়েছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। রবিবার থেকে সেই অভিযান আরও জোরদার করা হয়েছে। এ দিন পুরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অভিযানে সামিল হন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ছিলেন পুরসভার কাউন্সিলর থেকে সাফাইকর্মী সকলেই। মাইকে সচেতনতার প্রচার চালানো হয়। পাশাপাশি ছড়ানো হয় মশা মারার তেলও।
এ দিন শহরের নেতাজি সুভাষ অ্যাভেনিউ, মুসলমান পাড়া, এমজি রোড, চার্চ রোড, বিপি দে স্ট্রিট, আড্ডি লেন প্রভৃতি জায়গায় অভিযান চলে। ওই সব জায়গা থেকে মশার লার্ভা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। পুরসভা সূত্রের খবর, কয়েকটি জায়গায় ডেঙ্গির ভাইরাস বহনকারী ‘এডিস ইজিপ্টাই’ মশার লার্ভা মিলেছে। আজ, সোমবার দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ দলের শ্রীরামপুরে আসার কথা। তাঁরা এসে ডেঙ্গি মোকাবিলার কাজের তদারকি করবেন। মশার লার্ভা পরীক্ষা করে দেখবেন।
ডেঙ্গি মোকাবিলায় রায়ঘাটে পুরসভার কমিউনিটি সেন্টারে এক বৈঠকে ছিলেন শ্রীরামপুরের মহকুমাশাসক রজত নন্দা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী-সহ অন্য আধিকারিকরা। শুভ্রাংশুবাবু বলেন, ‘‘বাড়ি বাড়ি ঘুরে মশার প্রজননস্থল নষ্ট করা বা তেল ছড়ানোর কাজ চলছে। মাইকিং করে মানুষকে সচেতন করা হচ্ছে। এই কাজ এখন চলবে।’’ পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় বলেন, ‘‘ডেঙ্গি প্রতিরোধে পুরসভার তরফে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হচ্ছে।’’