চন্দননগর বয়েজ ক্লাবের দ্বিমুকুট জয়

চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ক্রিকেটে দ্বিমুকুট পেল বয়েজ ক্লাব। পর পর সিনিয়র লিগ এবং টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হল তারা। উদ্যোক্তারা জানান, সিনিয়র লিগের খেলায় প্রথমে লিগ এবং তার পরে নকআউট পদ্ধতিতে খেলা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০১:০৯
Share:

চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ক্রিকেটে দ্বিমুকুট পেল বয়েজ ক্লাব। পর পর সিনিয়র লিগ এবং টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হল তারা।

Advertisement

উদ্যোক্তারা জানান, সিনিয়র লিগের খেলায় প্রথমে লিগ এবং তার পরে নকআউট পদ্ধতিতে খেলা হয়। যোগ দিয়েছিল ২২টি দল। ফাইনালে বয়েজ ক্লাবের মুখোমুখি হয় ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাব। চন্দননগর কুঠির মাঠে আয়োজিত ফাইনালে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন বয়েজ ক্লাবের ছেলেরা। প্রথমে ব্যাট করে ওরিয়েন্টাল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে ফেলে বয়েজ ক্লাব। তাদের ওপেনার বিবেক সিংহ মারকাটারি ইনিংস খেলেন। তিনি ৬০ বলে ১৪২ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি হয় ১৬টি দলকে নিয়ে। ফাইনাল হয় কুঠির মাঠে। ফাইনাল খেলায় বিপক্ষ ন্যাশনাল স্পোর্টিং ক্লাবকে দাঁড়াতে দেয়নি বয়েজ ক্লাব। প্রথমে ব্যাট করে তারা ২০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান করে। এই ম্যাচেও সফল হন বিবেক। তিনি ৪২ বল খেলে ৯৮ রান করেন। তাঁর সতীর্থ অয়নশুভ্র মুখোপাধ্যায় ৭০ বল খেলে সেঞ্চুরি করেন। ওভার প্রতি প্রায় সাড়ে বারো রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে নয় বল বাকি থাকতে ৮৯ রান করে ন্যাশনালের সকলে আউট হয়ে যান। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অয়নশুভ্র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন