বন্ধ পান্ডুয়ার সিনেমা হলও

এককালে গমগম করত পান্ডুয়ার রেল স্টেশন সংলগ্ন সিনেমা হল ‘কল্যাণী’। কিন্তু ২ জুলাই থেকে ওই হলে সিনেমা বন্ধ হয়ে গেল। রয়ে গিয়েছে শুধু হলটাই। কারণ, জিএসটি চালু হওয়ার পরে ক্ষতির আশঙ্কায় ঝাঁপ বন্ধ করে দিয়েছেন হল মালিক সিদ্ধার্থ চন্দ। তাঁর কথায়, ‘‘এমনিতেই লোকসান হচ্ছিল। জিএসটি চালু হওয়ার পরে এ বার সিনেমার টিকিটের দাম বাড়ছে।

Advertisement

সুশান্ত সরকার

পান্ডুয়া শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০২:৪৬
Share:

বন্ধ: ঝাঁপ ফেলেছে এই সিনেমা হলই। নিজস্ব চিত্র

এখনও জ্বলজ্বল করছে পোস্টার। ‘বস-টু’।

Advertisement

কিন্তু দর্শক নেই। হলকর্মীরাও নেই। কারণ, সিনেমা হলটাই যে বন্ধ হয়ে গিয়েছে। শুধু রয়ে গিয়েছেন এক জন নিরাপত্তারক্ষী।

এককালে গমগম করত পান্ডুয়ার রেল স্টেশন সংলগ্ন সিনেমা হল ‘কল্যাণী’। কিন্তু ২ জুলাই থেকে ওই হলে সিনেমা বন্ধ হয়ে গেল। রয়ে গিয়েছে শুধু হলটাই। কারণ, জিএসটি চালু হওয়ার পরে ক্ষতির আশঙ্কায় ঝাঁপ বন্ধ করে দিয়েছেন হল মালিক সিদ্ধার্থ চন্দ। তাঁর কথায়, ‘‘এমনিতেই লোকসান হচ্ছিল। জিএসটি চালু হওয়ার পরে এ বার সিনেমার টিকিটের দাম বাড়ছে। রাজ্য সরকার সিনেমার টিকিটে যে ছাড় দিত সেটিও বন্ধ করে দিয়েছে। ১৯৮৬ সাল থেকে সিনেমা হলের ব্যবসা চালাই। কখনও এ রকম বিপদে পড়িনি। তাই হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

পান্ডুয়া ব্লকে আগে তিনটি সিনেমা হল ছিল। কয়েক বছর আগে তার মধ্যে একটি বন্ধ হয়ে যায়। এখন ‘কল্যাণী’ বন্ধ হয়ে যাওয়ার গোটা ব্লকে টিকে রইল মাত্র একটি হল। কয়েক বছর ধরেই ‘কল্যাণী’তে দর্শক কমছিল। কিন্তু তা কখনও বন্ধ হয়নি।

হুগলি জেলা সিনেমা হল মালিকদের থেকে জানা গিয়েছে, জিএসটি অনুযায়ী যে সব টিকিটের দাম ১০০ টাকার বেশি, তার উপরে ২৮ শতাংশ কর বসেছে। ১০০ টাকার কমের টিকিটে কর বসেছে ১৮ শতাংশ। এর ফলে দাম বাড়ছে টিকিটের। হুগলির সিনেমা হলগুলির মধ্যে কয়েকটিতে নতুন কর ব্যবস্থা অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে। অনেকে এখনও পুরনো নিয়মেই টিকিট বিক্রি করছেন।

জেলার একটি সিনেমা হল মালিকের কথায়, ‘‘হাই-স্পি়ড ইন্টারনেটের দৌলতে যে কোনও সিনেমাই বাড়িতে বসে দেখে নেওয়া দেখা যায়। ফলে, দর্শক হলে কম আসছেন। বছর কয়েক ধরে হল চালানোর দৈনন্দিন খরচ তোলাই দায় হয়ে যাচ্ছে। এ বার আবার টিকিটের দাম বাড়ছে। এই ভাবে চললে হল কতদিন চালু রাখতে পারব জানি না।’’

নতুন কর ব্যবস্থা চালু হওয়ার পরে শুক্রবার বৈঠকে বসেছিল হুগলি জেলা সিনেমা ফোরাম। বৈঠক শেষে সংগঠনের এক কর্তা জানান, আগামী ৩১ জুলাই এই নিয়ে নবান্নে বৈঠক রয়েছে। সেখানে কী হল দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন