তৃণমূল-বিজেপি সংঘর্ষ পোলবায়

বিজেপিও তাদের মারধর ও গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় বাহিনী গিয়ে পঞ্চায়েতের পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০৩:৪৭
Share:

প্রতীকী ছবি।

তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতে প্রধানের শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

Advertisement

বুধবার হুগলির পোলবার এক পঞ্চায়েতের ভিতরেই গোলমাল বাধে দু’পক্ষের। তৃণমূলের অভিযোগ, একটি পুরনো ঘটনাকে নিয়ে দুপুরে বিজেপি কর্মী-সমর্থকেরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। অভিযোগ, প্রধান অফিসে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়, শ্লীলতাহানি করা হয়। বিজেপির বিরুদ্ধে পঞ্চায়েত অফিস ভাঙচুরের অভিযোগও দায়ের হয়েছে।

বিজেপিও তাদের মারধর ও গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় বাহিনী গিয়ে পঞ্চায়েতের পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

বিজেপির জেলা সভাপতি সুবীর নাগ বলেন, ‘‘মঙ্গলবার পঞ্চায়েতের ভিতরেই আমাদের বিরোধী দলনেতাকে হেনস্থা করা হয়েছিল। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত জেনে শান্তিপূর্ণ মীমাংসার জন্য উপস্থিত হয়েছিলাম আমিও। তখনই প্রধানের নেতৃত্বে বহিরাগতরা আমাদের উপর হামলা চালায়। কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো

বিষয়টি জানিয়েছি।’’

তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, ‘‘বিজেপি দীর্ঘদিন ধরেই ওই পঞ্চায়েতের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে চাইছে। বিরোধী দলনেতাকে তৃণমূলের কেউ হেনস্থা করেনি। ওটাও বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল। এ দিনও পঞ্চায়েতে গোলমালের উদ্দেশ্যেই ওরা জড়ো হয়েছিল।’’

অভিযোগকারিণী প্রধান বলেন, ‘‘বিজেপি সদস্যরা আমাদের প্রভাবিত করে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন কয়েকদিন ধরে। তা না মানায় আমাদের উপর হামলা করে। অভিযুক্তদের শাস্তি চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement