গোষ্ঠীদ্বন্দ্বে জখম আট

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তেতে থাকল হুগলির গোঘাটের কুমারগঞ্জের বেলুনদিঘি। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগের ভিত্তিতে আর এক গোষ্ঠীর ‘তোলা’ আদায় বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০২:০৬
Share:

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দফায় দফায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তেতে থাকল হুগলির গোঘাটের কুমারগঞ্জের বেলুনদিঘি। অভিযোগ, তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগের ভিত্তিতে আর এক গোষ্ঠীর ‘তোলা’ আদায় বন্ধ হয়ে যায়। সেই নিয়েই শুরু হয় গোলমাল।

Advertisement

মোহন মণ্ডল এবং চঞ্চল রায় নামে দুই স্থানীয় নেতার দুই গোষ্ঠীর এই বিবাদে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুমারগঞ্জ অঞ্চলের সালিকোনা সংলগ্ন কোমলার মোড়ে অবৈধভাবে পূর্ত দফতরের রাস্তায় গাড়ি ঘিরে টোল নেওয়া হচ্ছিল। মোহন মণ্ডলের অভিযোগ, ‘‘চঞ্চল রায় ও তার দলবল অন্যায়ভাবে গাড়ি ঘিরে টোল আদায় করছিল। অভিযোগের ভিত্তিতে বিষয়টা পঞ্চায়েত সমতিকে জানাই। পঞ্চায়েত সমিতি সোমবার থেকে টোল আদায় বন্ধ করে দেয়। সেই ক্ষোভেই চঞ্চল রায় ও তার লোকজন আমাদের ছেলেদের উপরে হামলা চালায়।’’ অন্য দিকে চঞ্চল রায়ের অভিযোগ, ‘‘মোহন মণ্ডলের মদতে দ্বারকেশ্বর নদীতে অবৈধ বালি খাদ চলছে। সেগুলি বন্ধ করার চেষ্টা করছি বলেই আমাদের উপরে তাদের ক্ষোভ রয়েছে।’’ যদিও চঞ্চল রায়দের পক্ষে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন