বন্যা নিয়ন্ত্রণ
উদয়নারায়ণপুরে মজা দামোদর সংস্কার করা হয়েছে। কানা দামোদরের ১৭ কিলোমিটার সংস্কার করা হচ্ছে। দামোদর ও রূপনারায়ণের সংযোগকারী খাল শর্টকাট চ্যানেল সংস্কার করা হচ্ছে। সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বর্ষার আগে সব কাজ শেষ করতে হবে।
শিক্ষাক্ষেত্র
পাঁচলা পঞ্চায়েতে একটি হাইস্কুলের দাবি জানালেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল জলিল। আমতার ভাণ্ডারগাছায় বালিকা বিদ্যালয় গড়ার কথা জানান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। শ্যামপুরের অনন্তপুরেও বালিকা বিদ্যালয়ের দাবি তোলেন শ্যামপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিরা বেগম। অনেক হাইস্কুলে পড়ুয়া আসে না বলে অভিযোগ জানান জেলা স্কুল পরিদর্শক। মুখ্যমন্ত্রীর দাবি, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। সমস্যা সমাধানে তিনি ইংরেজি মাধ্যম সরকারি স্কুল গড়ার প্রস্তাব দেন। এমনকী, হিন্দি বা অলচিকি মাধ্যম স্কুল গড়া যেতে পারে বলেও মন্তব্য করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ার জন্য উদ্যোগপতিদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য পরিষেবা
জেলায় এখনও ১০০ শতাংশ হাসপাতালে প্রসব ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি বলে জানাল জেলা স্বাস্থ্য দফতর। দফতরের দাবি, জেলায় হাসপাতালে প্রসবের হার ৯২ শতাংশ। এই সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে অনুরোধ করেন, তাঁরা যেন প্রসূতিদের রেকর্ড রাখেন এবং তা জেলা স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দেন। ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছু সমস্যা থাকায় সেখানে প্রসূতিদের প্রসব করানো যাচ্ছে না। সেখানে অস্থায়ী ভাবে স্বাস্থ্য শিবিরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বাগনান গ্রামীণ হাসপাতালে সপ্তাহে একদিন ‘সিজার’ হয়। বিধায়ক অরুণাভ সেন নিয়মিত ‘সিজার’-এ ব্যবস্থার দাবি তোলেন। মুখ্যমন্ত্রীর জবাব, ‘‘যথেষ্ট সংখ্যক চিকিৎসক না পাওয়া গেলে এটা সম্ভব নয়।’’
পরিবহণ ব্যবস্থা
আমতা ২ ব্লকের ঝিখিরা থেকে হাওড়া পর্যন্ত সরকারি বাস চালানোর অনুরোধ করেন আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মিঠু বারুই। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার জন্য পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেন।
কর্মতীর্থ নিয়ে প্রশ্ন
ডোমজুড় এবং শ্যামপুর-২ ব্লকে কর্মতীর্থ প্রকল্পের কোনও কাজ হয়নি। মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেন। ওই প্রকল্পে বাণিজ্যিক ভবন গড়ে দিচ্ছে সরকার। যাতে বেকার যুবকেরা কম দামে সেখানে দোকান কিনে ব্যবসা করতে পারেন।
জেটি সংস্কার
জেলার ২৮টি জেটি সংস্কার করার জন্য ১ কোটি ৯৫ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। বড় সংস্কার করা হচ্ছে শিবগঞ্জ, ধ্বজা এবং বাউড়িয়া জেটির। উলুবেড়িয়া রেলওয়ে উড়ালপুল এবং উদয়নারায়ণপুরের বকপোতা সেতুর কাজ শেষ হতে সময় লাগবে বলেও জানান পূর্ত সচিব ইন্দিবর পান্ডে।
পুলিশ-প্রশাসনকে নির্দেশ
প্রতিটি থানা এবং ব্লক এলাকায় আইসিডিএস কেন্দ্র, স্বেচ্ছাসেবী সংস্থা, হোম, ক্লাবের সংখ্যা জানা এবং কখন কী অনুষ্ঠান আছে তার বিস্তারিত ‘রোড ম্যাপ’ করতে হবে। সব রাস্তা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলিকে চিহ্নিত করার ব্যবস্থা হচ্ছে। চিহ্নিত করা যাবে দুষ্কৃতীদেরও।
ক্ষমতায়ণ
চতুর্দশ কেন্দ্রীয় অর্থ কমিশন সব টাকা সরাসরি গ্রাম পঞ্চায়েতগুলিকে দিয়ে দিচ্ছে। ফলে, পঞ্চায়েত সমিতিগুলি কোনও টাকা পাচ্ছে না। পঞ্চায়েতের কাজে পঞ্চায়েত সমিতিকে যাতে যুক্ত করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী নীতি নির্ধারণ করার নির্দেশ দিলেন মুখ্যসচিবকে। ১০০ দিনের প্রকল্পের কাজ, কন্যাশ্রী প্রকল্প এবং গ্রামীণ সড়ক যোজনার কাজে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
উদ্বোধন
গ্রামীণ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শরৎসদন থেকেই তিনি ৮ কোটি ৪৬ লক্ষ টাকা খরচে উলুবেড়িয়া স্টেডিয়াম, ৪কোটি ৮০ লক্ষ টাকা খরচে শ্যামপুর-২ এবং ৫ কোটি ৮৮ লক্ষ টাকা খরচে বাগনান-১ এর কৃষক বাজারের উদ্বোধন করেন। এছাড়াও হাওড়া জেলার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের তৈরি জিনিসের ক্যাটলগ ‘আনন্দ ধারা’র ও বাংলা আবাস যোজনা প্রকল্পের বিষয়ে জানানোর জন্য ‘গৃহশ্রী’ নামের কার্ডের উদ্বোধন করেন।