coronavirus

হাসপাতাল থেকে সংক্রমিত নিখোঁজ

একজন সংক্রমিত এ ভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁরাও উদ্বিগ্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০২:২৯
Share:

হাসপাতালের সামনে পুলিশ ক্যাম্প। —নিজস্ব চিত্র

করোনা সংক্রমিত এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন ফুলেশ্বরের কোভিড হাসপাতাল থেকে। এ কথা জানার পরেই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সেখানে এসে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের লোকজন। পুলিশেও অভিযোগ দায়ের করেন তাঁরা। সংক্রমিতের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

গাফিলতির অভিযোগ মানেননি হাসপাতাল কর্তৃপক্ষ। একজন সংক্রমিত এ ভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁরাও উদ্বিগ্ন। কারণ, ওই যুবকের থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। হাসপাতালের অধিকর্তা চিকিৎসক শুভাশিস মিত্রের দাবি, ‘‘বুধবার গভীর রাতে ওই যুবক সকলের চোখ এড়িয়ে পাঁচিল টপকে চলে গিয়েছেন। রাতে যখন জানতে পারি রোগী ওয়ার্ডে নেই, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। হাসপাতালের পক্ষ থেকেও সারারাত তল্লাশি চালানো হয়। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’’

ওই যুবকের বাড়ি উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ি পঞ্চায়েতে। কিছুদিন আগে জ্বর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে লালারস পরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই রিপোর্ট পজ়িটিভ হওয়ায় ৭ অক্টোবর তাঁকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা। ইএসআই হাসপাতাল থেকে ১২ অক্টোবর ফুলেশ্বরের ওই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করানো হয় যুবককে।

Advertisement

পরিবারের লোকজনের দাবি, তাঁদের সঙ্গে ওই যুবকের প্রতিদিন ফোনে কথা হতো। বৃহস্পতিবার সকালে হাসপাতালের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, রোগীকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। যুবকের মায়ের প্রশ্ন, ‘‘হাসপাতালের সামনে পুলিশ ক্যাম্প আছে। হাসপাতালের কোভিড ওয়ার্ড সবসময় বন্ধ থাকার কথা। নিরাপত্তারক্ষী আছে। তারপরেও কী করে ছেলে নিখোঁজ হয়ে গেল?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন