সিপিএম কর্মীকে মারের নালিশ

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই গোঘাটের সন্তা গ্রামের সিপিএম কর্মী মদন নায়েকের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ফের গোঘাটের মদিনা বাজারে তাঁকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস সাঁতরার বিরুদ্ধে।

Advertisement

গোঘাট

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০০:৫২
Share:

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই গোঘাটের সন্তা গ্রামের সিপিএম কর্মী মদন নায়েকের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ফের গোঘাটের মদিনা বাজারে তাঁকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস সাঁতরার বিরুদ্ধে। মদনবাবুকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের ব্লক নেতাদের ঘটনার কথা জানালেও এখনও তিনি পুলিশে অভিযোগ জানাননি। মদনবাবুর অভিযোগ, ‘‘ভোটের সময়ে দেবাশিস আমাকে হুমকি দিয়েছিল। ঘর ভাঙচুর করেও ওর আক্রোশ মেটেনি। এ বার বিনা প্ররোচনায় মারল। সুস্থ হলেই পুলিশে যাব।’’ অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ‘‘ভোটের সময় অকারণ আমার উপর কেন্দ্রীয় বাহিনী লেলিয়ে দেওয়ার প্রতিবাদ করেছি।” মারধরের নিন্দা করে ব্লক তৃণমূল নেতা প্রদীপ রায় অবশ্য জানিয়েছেন, দল ইতিমধ্যেই দেবাশিসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement