West Bengal News

প্রোমোটিংকে কেন্দ্র করে দুষ্কৃতীদের লড়াই, প্রকাশ্যে গুলি হাওড়ায়

প্রোমোটিং নিয়ে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল হাওড়ার ঘুসুড়িতে। রবিবার রাত ১১টা নাগাদ ঘুসুড়ির মালিপাঁচঘড়া এলাকার গুহ রোডে বাইকে করে এসে প্রকাশ্যে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ১৮:০৯
Share:

দেওয়ালে গুলির দাগ স্পষ্ট। নিজস্ব চিত্র।

প্রোমোটিং নিয়ে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল হাওড়ার ঘুসুড়িতে। রবিবার রাত ১১টা নাগাদ ঘুসুড়ির মালিপাঁচঘড়া এলাকার গুহ রোডে বাইকে করে এসে প্রকাশ্যে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি ১২ কাঠা জমির প্লটে কারা প্রোমোটিং করবে, এ নিয়ে ওই এলাকার দুই গোষ্ঠীর মধ্যে অনেক দিন ধরেই বিবাদ চলছিল।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মেহেদি হাসান ওরফে গান্ধি নামে এক প্রোমোটারের ফ্ল্যাটে হামলা চালায় জনাবিশেক দুষ্কৃতী। তারা বাড়ির ভিতরে ভাঙচুর চালায়। ওই দুষ্কৃতীরা বাড়ির মহিলাদের বন্দুকের বাট দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সাকিল আহমেদ নামে এক দুষ্কৃতী বেশ কিছু দিন ধরেই ওই ১২ কাঠা জমিতে ফ্ল্যাট তৈরি করার পরিকল্পনায় রয়েছে। কিন্তু সেই জমিতেই ফ্ল্যাট তৈরি করবেন বলে এলাকায় বেশ দাপট দেখাতে শুরু করেন মেহেদি হাসানের ছোট ছেলে ফিরোজ হাসান। আর তাতেই সাকিল এবং ফিরোজের মধ্যে গণ্ডগোল শুরু হয়। বেশ কিছু দিন ধরেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল।

দেখুন সেই সিসিটিভি ফুটেজ

Advertisement

আরও পড়ুন: গাছ কাটার তদন্তে গিয়ে প্রহৃত সভাপতি

রবিবার সাকিল তার দলবল নিয়ে মেহেদি হাসানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এর প্রতিশোধ নিতেই ফিরোজ পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। রাতে এলাকার এক দুষ্কৃতী মহম্মদ আগা সিংহকে নিয়ে বাইকে চড়ে এলাকায় হামলা চালায় সে। এমন অভিযোগ জানিয়েছে এলাকার বাসিন্দারা। ঘটনার ছবি এলাকার সিসি টিভি ক্যামেরাতেও রেকর্ড হয়ে যায়। ওই ফুটেজে দেখা গিয়েছে, কিছু দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালাতে শুরু করে। প্রকাশ্যে প্রায় পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ।

পুলিশের ধারণা, দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে। হাওড়া পুলিশ কমিশনার ডি ভি সিংহ জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন