গোষ্ঠী কোন্দলে তপ্ত শ্রীরামপুর কলেজ

তৃণমূল ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে বিরাম নেই হুগলির শ্রীরামপুর কলেজে। সোমবার দুপুরে টিএমসিপি-র দু’দল ছাত্রের মধ্যে মারামারিকে কেন্দ্র করে তেতে ওঠে কলেজ চত্বর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০২:২৭
Share:

তৃণমূল ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বে বিরাম নেই হুগলির শ্রীরামপুর কলেজে। সোমবার দুপুরে টিএমসিপি-র দু’দল ছাত্রের মধ্যে মারামারিকে কেন্দ্র করে তেতে ওঠে কলেজ চত্বর। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বি কমের ফর্ম ফিল-আপ চলার সময় পড়ুয়াদের লাইন ঠিক করা নিয়ে কলেজের এক টিএমসিপি নেতার সঙ্গে অপর গোষ্ঠীর এক নেত্রীর গোলমাল হয়। তারই জের গড়ায় এ দিন। কলেজের ক্যান্টিনের কাছে মারামারি শুরু হয়ে যায়। মার খেয়ে আকাশ পাত্র এবং অজিত যাদব নামে দুই টিএমসিপি নেতা জখম হন বলে অভিযোগ।

খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোলমালকারী পড়ুয়াদের উপর লাঠি চালিয়ে সরিয়ে দেয় পুলিশ। তবে জেলা পুলিশের অফিসারদের দাবি, লাঠি চালানো হয়নি। লাঠি উঁচিয়ে তাড়া করে গোলমালকারীদের সরিয়ে দেওয়া হয়। পরে ওই দুই জখম ছাত্রকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশ জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত কোনও অভিযোগ করেনি।

Advertisement

জেলা টিএমসিপি সভাপতি গোপাল রায় বলেন, ‘‘নিজেদের মধ্যে একটা ছোট গোলমাল হয়েছে। দু’পক্ষকেই সংযত থাকতে বলা হয়েছে। কলেজের ভিতরে বিশৃঙ্খ‌লা বরদাস্ত করা হবে না।’’

সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ওই কলেজে একটা পুরনো সমস্যা আছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন