পানশালা তৈরির প্রতিবাদে সিঙ্গুরে অবরোধ স্থানীয়দের

কয়েক মাস আগে আদালতের নিষেধাজ্ঞার জেরে ওই কারবার বন্ধ হয়ে যায়। এর পর মাস কয়েক ধরে ঝাঁকারিতে শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১ নম্বর রুটের ধারে তিনি পানশালা তৈরির কাজে হাত দেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ বিরোধিতা শুরু করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০১:২৬
Share:

বিক্ষোভ: রাস্তায় প্ল্যাকার্ড হাতে মহিলারা। নিজস্ব চিত্র

জনবহুল এলাকায় পানশালা তৈরির প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার হুগলির বড়ার ঝাঁকারি এলাকার ঘটনা। সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টা নাগাদ অবরোধ ওঠে। আবগারি দফতরের আধিকারিকরা অবশ্য বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। সিঙ্গুরের বিডিও সুমন চক্রবর্তী বলেন, ‘‘ওখানে কয়েকজন অবরোধ করেছিলেন। বিষয়টি দেখা হচ্ছে।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের ঘনশ্যামপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রবি রায় নামে এক ব্যবসায়ীর পানশালা ও হোটেল ছিল। কয়েক মাস আগে আদালতের নিষেধাজ্ঞার জেরে ওই কারবার বন্ধ হয়ে যায়। এর পর মাস কয়েক ধরে ঝাঁকারিতে শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১ নম্বর রুটের ধারে তিনি পানশালা তৈরির কাজে হাত দেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ বিরোধিতা শুরু করেন। পানশালা বন্ধের দাবিতে গ্রামবাসীদের তরফে প্রশাসনের কাছে স্মারকলিপিও দেওয়া হলেও কাজ হয়নি বলে অভিযোগ। সোমবার সাড়ে ৯টা নাগাদ এক দল গ্রামবাসী পোস্টার হাতে রাস্তা অবরোধ করেন। মনোরমা সাঁতরা নামে বিক্ষোভকারীর অভিযোগ, ‘‘এখানে পানশালা হলে অসামাজিক কাজ বাড়বে। মহিলাদের নিরাপত্তা কমে যাবে। এটা আমরা চাই না।’’

Advertisement

কাজ বন্ধ পানশালারনিজস্ব চিত্র

খবর পেয়ে বড়া বিট হাউস এবং সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে রবি রায় নামে ওই পানশালা মালিকের দাবি, আবগারি দফতরের থেকে অনুমতি নিয়েই তিনি পানশালা তৈরি করছেন। তাঁর অভিযোগ, ‘‘স্থানীয় এক ব্যবসায়ী তাঁর থেকে ইমারতি সামগ্রী কেনাতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। সেই কারণেই তিনি কিছু লোকজনকে নিয়ে এটা করেছেন। গোটা বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন