মিড-ডে-মিল খাচ্ছে পড়ুয়ারা। ছবি: সুশান্ত সরকার।
পান্ডুয়ার তালবোনা বিসি রায় প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল বন্ধ ছিল টানা চার সপ্তাহ। গত ২২ ফেব্রুয়ারি, বুধবার আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত খবর প্রকাশিত হলে নড়ে বসে প্রশাসন। পাণ্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্যর হস্তক্ষেপে বৃহস্পতিবার থেকেই স্কুলে চালু হয়েছে মিড-ডে-মিল।
স্কুল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিমলাগড়-ভিটাসিম পঞ্চায়েতের তালবোনা বিসি রায় স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মীনারায়ণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন স্কুলে আসছেন না। তার ফলে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিল বন্ধ হয়ে যায়য় স্কুলের সহশিক্ষক রাজীব মোহান্ত বলেন, ‘‘প্রধান শিক্ষক না আসার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাচ্ছিল না। তাই বাধ্য হয়েই স্কুলের মিড-ডে-মিল বন্ধ রাখতে হয়েছিল।’’ তিনি জানান, শেষ পর্যন্ত বিডিওর হস্তক্ষেপে ফের মিড-ডে-মিল চালু হয়েছে। বিডিও বলেন, ‘‘স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় স্কুলের মিড-ডে-মিল ফের চালু হল। আশা করি আর কোনও সমস্যা হবে না।’’ হুগলি জেলা প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান নির্মলেন্দু অধিকারী বলেন, ‘‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মীনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করা হয়েছে। তিনি কেন স্কুলে যেতে পারছেন না বা কবে স্কুলে যাবেন, তার জবাব চাওয়া হয়েছে।’’