পুলিশকে ভোজালি মারার চেষ্টা, পাল্টা গুলিতে হত দুষ্কৃতী

কাল রাতে বেলুড়ের ভোটবাগান এলাকায় একদল দুষ্কৃতী পুলিশের ওপর চড়াও হয়। দুষ্কৃতীরা পুলিশের গাড়ির চালককে ভোজালির কোপ মারার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি চালালে এক দুষ্কৃতীর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১৪:৫৮
Share:

কাল রাতে বেলুড়ের ভোটবাগান এলাকায় একদল দুষ্কৃতী পুলিশের ওপর চড়াও হয়। দুষ্কৃতীরা পুলিশের গাড়ির চালককে ভোজালির কোপ মারার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। রড দিয়ে ভাঙচুর করে পুলিশের গাড়ি। পুলিশ পাল্টা গুলি চালালে এক দুষ্কৃতীর মৃত্যু হয়।

Advertisement

ঘটনাটি ঘটেছে বেলুড় থানার ভোটবাগান এলাকায়। পুলিশ জানাচ্ছে, ডাকাতির জন্য রাতে ভোটবাগানের জালি গেটে চার দুষ্কৃতী জড়ো হয়েছে বলে পুলিশ খবর পায়। দুষ্কৃতীদের হাতে ছিল ভোজালি, রড, রিভলবার। পুলিশ কিছু ক্ষণ পরেই এলাকায় পৌঁছলে, দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। তারা পুলিশের গাড়ির ওপর হামলা চালায়। খবর পেয়ে থানা থেকে আরও ফোর্স এসে পৌঁছলে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দুষ্কৃতীরা এর পর পুলিশের গাড়িটি নিয়ে পালানোর জন্য তার চালককে ভোজালির কোপ মারার চেষ্টা করে। তখন পুলিশ এক রাউন্ড গুলি চালালে গঙ্গা মাহাতো নামে এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে গঙ্গাকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement