ন’দিন ধরে দু’ছেলে নিয়ে নিখোঁজ মা

গত ন’দিন ধরে দুই ছেলে নিয়ে নিখোঁজ রয়েছেন এক মহিলা। ওই মহিলার পরিজনদের দাবি, ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হলেও তিনজনেরই সন্ধান মেলেনি। ফলে পুলিশের তদন্ত নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০১:৩৯
Share:

নিখোঁজ: দুই ছেলের সঙ্গে নবনীতাদেবী। নিজস্ব চিত্র

গত ন’দিন ধরে দুই ছেলে নিয়ে নিখোঁজ রয়েছেন এক মহিলা। ওই মহিলার পরিজনদের দাবি, ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হলেও তিনজনেরই সন্ধান মেলেনি। ফলে পুলিশের তদন্ত নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার ময়নাডাঙার বাসিন্দা নবনীতা ঘোষ পয়লা বৈশাখের বিকেলে বেড়াতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল দুই ছেলে-বছর দশেকের প্রণব ও বছর পাঁচেকের ঋষি। কিন্তু গভীর রাত পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়ি ফেরেননি নবনীতাদেবী। পরিবারের তিন জন এক সঙ্গে নিখোঁজ হওয়ায় বাড়ির লোকেরা চিন্তিত হয়ে প্রথমে খোঁজ শুরু করেন। খবর দেওয়া হয় মহিলার বাপের বাড়িতেও। কিন্তু হদিশ মেলেনি।

অবশেষে নবনীতাদেবীর শ্বশুরবাড়ির পক্ষ থেকে গত ১৬ই এপ্রিল চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। মহিলার পরিবারের দাবি, তাঁর কাছে কোনও মোবাইল না থাকায় পরিবারের সদস্যরা যোগাযোগও করতে পারছেন না। এমনকী পুলিশও এই বিষয়ে কোনও খোঁঝ দিতে পারেনি বলে অভিযোগ পরিবারের। নবনীতাদেবীর স্বামী প্রবীর ঘোষের কথায়, ‘‘সংসারে কোনও অশান্তি ছিল না। বড় ছেলে প্রণব অবশ্য অনেক দিন ধরে জটিল রোগে আক্রান্ত। পয়লা বৈশাখের দিন ছেলেকে ওষষুধ খাওয়ানো নিয়ে একটু অশান্তি হয়েছিল। তারপরই কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।’’

Advertisement

পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। বিভিন্ন সূত্র ধরে তিন জনের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement