পাঁচলায় স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন সাংসদ

পাঁচলায় স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কয়েক আগে হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুরে জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত কোচিং প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে এসে হাওড়ার (সদর) সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বলেন, ‘‘এখানে স্টেডিয়াম তৈরির বিষয়ে সকলের উদ্যোগী হওয়া উচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁচলা শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০১:০০
Share:

এই মাঠেই স্টেডিয়াম হওয়ার কথা। নিজস্ব চিত্র।

পাঁচলায় স্টেডিয়াম তৈরির প্রস্তাব দিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দিন কয়েক আগে হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুরে জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত কোচিং প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে এসে হাওড়ার (সদর) সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বলেন, ‘‘এখানে স্টেডিয়াম তৈরির বিষয়ে সকলের উদ্যোগী হওয়া উচিত। এ বিষয়ে আমি সব রকম সহযোগিতা করব।’’ সাংসদের এই কথায় আশার আলো দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমির পক্ষে সন্তোষকুমার দাস এবং শঙ্কর খাঁড়া বলেন, ‘‘যেহেতু সাংসদ সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তাই স্টেডিয়াম তৈরির বিষয়টি নিয়ে আমরা অব্যই উদোগী হব।’’

Advertisement

জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ পেয়ে অনেকেই আইএফএ-র নার্সারি লিগে খেলছে। অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, এখানে ১১-১৭ বছর বয়সী ছেলেদের নিখরচায় ফুটবল প্রশিক্ষণ এবং লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ৭৪ জন। জুন মাসের গোড়ায় এআইএফএফ এবং আইএফএ-র সহযোগিতায় এখানে ফুটবল কোচিংয়ের ‘ডি’ লাইসেন্সের জন্য প্রশিক্ষণ শিবির হয়। গত মাসে প্রাক্তন এবং মহিলা ফুটবলারদের নিয়ে সেই শিবির হয়েছিল। এ বার ২ জুলাই থেকে ৭ জুলাই পুরুষদের ‘ডি’ লাইসেন্সের জন্য প্রশিক্ষণ শিবির হল। সেখানে প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে মোট ৩০ জন শিক্ষার্থী ছিলেন।

মহিলা ও পুরুষ দু’টি শিবিরেই হাজির ছিলেন এআইএফএফের পরামর্শদাতা গৌতম ঘোষ। তিনি বলেন, ‘‘ফিফা এখন ছোটদের ফুটবলকে আরও আকর্ষণীয় করতে চাইছে। তাই ডি লাইসেন্সপ্রাপ্ত কোচের সংখ্যা বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ এই লাইসেন্স পেলে নার্সারি দলের (অনূর্ধ্ব-১২) কোচিং করানোর সরকারি ছাড়পত্র মিলবে। ‘ডি’ লাইসেন্সের পরে ধাপে ধাপে ‘সি’, ‘বি’, ‘এ’ লাইসেন্সের জন্য প্রশি‌ক্ষণ নেওয়া যাবে। বর্তমানে আই লিগে প্রশিক্ষণ করাতে গেলে ‘এ’ লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন