দম্পতির অস্বাভাবিক মৃত্যু উলুবেড়িয়ায়

এক বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার খলিশানিতে। মৃতদের নাম নিরাপদ মণ্ডল (৬০) ও ঝুমা মণ্ডল (৫০)। নিরাপদবাবুকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঝুমাদেবীর দেহ বিছানায় পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০২:৫৭
Share:

এক বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার খলিশানিতে। মৃতদের নাম নিরাপদ মণ্ডল (৬০) ও ঝুমা মণ্ডল (৫০)। নিরাপদবাবুকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ঝুমাদেবীর দেহ বিছানায় পড়েছিল। পুলিশের সন্দেহ ঝুমাদেবী বিষ খেয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, নিরাপদবাবু বাউড়িয়ার একটি সুতোকলে কাজ করতেন। যদিও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। সুতো কল থেকে তিনি অবসরকালীন কিছু টাকা পেয়েছিলেন। তাঁর দুই ছেলে আলাদা থাকতেন। নিরাপদবাবু স্ত্রীকে নিয়ে থাকতেন। অবসরের টাকায় বাড়ি করেছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ি করার পরে তাঁর হাতে আর টাকাপয়সা বিশেষ ছিল না। ফলে অভাব অনটনেই দিন কাটত নিরাপদবাবুর। রবিবার বেলা হলেও শ্বশুর-শাশুড়ি ঘুম থেকে না ওঠায় ছোট ছেলের স্ত্রী ডাকতে এসে দু’জনকে মৃত অবস্থায় দেখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement