হাওড়ায় নতুন পুর কমিশনার নিয়োগ

বুঝে নেন নতুন পুর কমিশনার। তবে হাওড়া পুরসভা সূত্রে খবর, নীলাঞ্জনবাবুকে হাওড়া পুরসভা থেকে একে বারে সরিয়ে দেওয়া হয়নি। তাঁকে ওই পুরসভারই মুখ্য উপদেষ্টা পদে বসানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০১:৩৩
Share:

ফাইল চিত্র।

নবান্নের নির্দেশ মেনেই সরে যেতে হল হাওড়ার পুর কমিশনার নীলাঞ্জন চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় এলেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রাজর্ষি মিত্র। বুধবার বিকেলে বিদায়ী কমিশনারের থেকে দায়িত্ব

Advertisement

বুঝে নেন নতুন পুর কমিশনার। তবে হাওড়া পুরসভা সূত্রে খবর, নীলাঞ্জনবাবুকে হাওড়া পুরসভা থেকে একে বারে সরিয়ে দেওয়া হয়নি। তাঁকে ওই পুরসভারই মুখ্য উপদেষ্টা পদে বসানো হয়েছে।

চলতি মাসের প্রথম দিনেই নবান্ন থেকে হাওড়ার পুর কমিশনারকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রাজর্ষি মিত্রকে ওই পদে যোগ দিতে বলা হয়েছিল। তিনি নতুন পদে যোগ দিতে হাওড়া পুরসভায় চলেও আসেন। কিন্তু হাওড়া পুর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে কোনও আগাম খবর না থাকায় তাঁকে সে
দিন ফিরে যেতে হয়। বিষয়টি নিয়ে হাওড়া পুর কর্তাদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। প্রশ্ন ওঠে, মেয়রকে না জানিয়ে কী ভাবে কমিশনার পদে নতুন এক জনকে পাঠিয়ে দেওয়া হল।

Advertisement

পুর কর্তাদের ক্ষোভ নিয়ে খবর যায় নবান্নে। ওই রাতেই নবান্ন থেকে মেয়র রথীন চক্রবর্তীকে ই-মেল পাঠানো হয়। তাতে বলা হয়, পুর কমিশনার নিয়োগ নিয়ে মেয়র পারিষদের বৈঠক ডেকে তাঁদের মতামত জানতে।

পুরসভা সূত্রে খবর, গত শনিবার মেয়র পরিষদের বৈঠক ডাকা হয়। সেখানেই স্থির হয়, পদ্ধতি মেনে নতুন পুর কমিশনার নিয়োগ করলে পুরসভার কোনও আপত্তি নেই। এই বার্তা পাওয়ার পরেই এ দিন নতুন পুর কমিশনার কাজে যোগ দেন।

এ প্রসঙ্গে মেয়র রথীন চক্রবর্তী বলেন, ‘‘যে কোনও সরকারি নিয়োগ বা বদলি নির্দিষ্ট নিয়ম মেনেই হয়। পুর আইন মেনে নতুন পুর কমিশনার নিয়োগ করা হোক সেটাই চেয়েছিলাম।’’ মেয়র জানান, বিদায়ী পুর কমিশনার দীর্ঘ দিন প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত এবং তিনি হাওড়ার বাসিন্দা। তাই তাঁকেই পুরসভার মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন