চালকের তৎপরতায় বৃদ্ধা হাসপাতালে

পরিস্থিতি বুঝে মুম্বই রোড ধরে বাস চালিয়ে উলুবেড়িয়ার নিমদিঘিতে আসেন চালক। সেখানে বাস দাঁড় করিয়ে কর্তব্যরত পুলিশের সাহায্যে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধাকে। চালক বাসটি নিয়ে বেরিয়ে গেলেও খালাসিকে রেখে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৫:২৪
Share:

অসুস্থ: উদ্ধার করা হয় এই বৃদ্ধাকেই। নিজস্ব চিত্র

বাসে গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েলেন এক বৃদ্ধা। বাসচালক এবং পুলিশের উদ্যোগে তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। বৃহস্পতিবার উলুবেড়িয়ার ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন দুপুর ১২টা নাগাদ কাঁথি থেকে ষাটোর্ধ্ব ওই মহিলা দিঘা-কলকাতা রুটের বেসরকারি বাসে ওঠেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ কোলাঘাটে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাস দাঁড় করিয়ে চালক এবং খালাসি তাঁর চোখে-মুখে জল দেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থায় অবনতি হতে থাকে।

পরিস্থিতি বুঝে মুম্বই রোড ধরে বাস চালিয়ে উলুবেড়িয়ার নিমদিঘিতে আসেন চালক। সেখানে বাস দাঁড় করিয়ে কর্তব্যরত পুলিশের সাহায্যে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধাকে। চালক বাসটি নিয়ে বেরিয়ে গেলেও খালাসিকে রেখে যান। ইএসআই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে বৃদ্ধাকে পাঠানো হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।

Advertisement

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই বৃদ্ধার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জ্ঞান না ফেরায় তিনি ঠিকানা বলতে পারেননি।

বাসের চালক দেবু মালিক বলেন, ‘‘মুম্বই রোডের ধারে নার্সিংহোম ছিল না। নিরুপায় হয়ে আমি পুলিশের দ্বারস্থ হই।’’ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন