ব্যবসায়ীর গয়নার ব্যাগ ছিনতাই শেওড়াফুলিতে

ফের ছিনতাইবাজের খপ্পরে ব্যবসায়ী। সোমবার দুপুরে শেওড়াফুলির সরকারপাড়া এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেওড়াফুলি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৫
Share:

প্রতীকী ছবি।

ফের ছিনতাইবাজের খপ্পরে ব্যবসায়ী। সোমবার দুপুরে শেওড়াফুলির সরকারপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে সোনা-রুপো ভর্তি ব্যাগ ছিনিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নির্মল ধর নামে ওই ব্যবসায়ীর ছোট একটি গয়নার দোকান রয়েছে স্থানীয় ফেরিঘাটের কাছে টিনবাজারে। অভ্যাস মতো এ দিনও দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই দোকানে যাচ্ছিলেন‌। ব্যাগে ছিল কিছু সোনা, বেশ কয়েক ভরি রুপো, শ’দুয়েক টাকা এবং দোকানের চাবি ছিল।

অভিযোগ, খানিকটা হেঁটে আসার পরই একটি মোটরবাইক তাঁর পথ আটকায়। তিন বাইক আরোহীর একজন ছুরি দেখিয়ে ব্যাগ টেনে নেয়। ব্যবসায়ীর দাবি, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন, দৌড়ে গিয়ে খানিকটা তাড়াও করেন। কিন্তু লাভ হয়নি। ব্যাগ নিয়ে বাইকে চেপে দুষ্কৃতীরা জিটি রোডের দিকে পালায়। তবে, তাড়া খেয়ে পালামোর সময় দুষ্কৃতীরা এক জোড়া জুতো এবং ছুরিটি ফেলে যায়।

Advertisement

নির্মলবাবু শেওড়াফুলি ফাড়িতে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন। যদিও সন্ধ্যায় চন্দননগর কমিশনারেটের এক আধিকারিক জানান, লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই সময় রাস্তায় লোকজন খুবই কম ছিল। এলাকার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। ব্যবসায়ীর আক্ষেপ, পুজোর জন্য রবিবারই তিনি বেশ কয়েক ভরি রুপো কিনেছিলেন। প্রায় সবটাই দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন