করোনা-কালে ধানের ফলন বাড়ল হুগলিতে

ভাল আবহাওয়া এবং উপযুক্ত বৃষ্টিপাতের ফলে হুগলি জেলায় ধানের উৎপাদন বাড়বে বলে মনে করছে কৃষি দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৫:০৬
Share:

মাঠ থেকে তোলা হচ্ছে ধান। নিজস্ব চিত্র।

করোনা-কালে হাজারও খারাপ খবরের মধ্যেই কৃষকদের আশার কথা শোনাল হুগলি জেলার কৃষি দফতর। ভাল আবহাওয়া এবং উপযুক্ত বৃষ্টিপাতের ফলে হুগলি জেলায় ধানের উৎপাদন বাড়বে বলে মনে করছে কৃষি দফতর।

Advertisement

এ বছর হুগলি জেলায় আমন ধান চাষ হয়েছিল ১ লক্ষ ৮৭ হাজার ২৬ হেক্টর জমিতে। এখন ধান তোলার কাজ চলছে। এখনও পর্যন্ত যা তথ্য কৃষি দফতরের কাছে এসেছে, তাতে ১০ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা। আর এই পরিমাণ উৎপাদন রেকর্ড বলে জানাচ্ছে কৃষি দফতর। হুগলি জেলা কৃষি উপ-অধিকর্তা জয়ন্ত পাড়ুই বলেছেন, ‘‘হুগলিতে গড়ে সাড়ে ৮ থেকে ৯ লক্ষ মেট্রিকটন আমন ধান উৎপাদন হয়। এ বার সেটা প্রায় এক লক্ষ মেট্রিকটন বাড়তে চলেছে।’’ অতিমারিতেও এত বেশি ধান হওয়ার কারণ হিসাবে জয়ন্ত বলেছেন, ‘‘এ বার আবহাওয়া ছিল ধান চাষের অনুকূল। যে সময় বৃষ্টি লাগে ঠিক সেই সময় বৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টিও হয়নি। ফলে ধান হয়েছে ভাল। সেচেরও তেমন প্রয়োজন পড়েনি।’’

রাজ্য সরকার ইতিমধ্যেই সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছে বলে জানিয়েছেন। হুগলি জেলার ২৫ কেন্দ্র থেকে ধান কেনা চলছে। ১ হাজার ৮৬৮ টাকা কুইন্ট্যাল দরে ধান বিক্রি করতে পারছেন কৃষকরা। মান্ডিতে পৌঁছে দেওয়ার জন্য অতিরিক্ত কুড়ি টাকা দেওয়া হচ্ছে। কৃষি বিপণন দফতর সূত্রে খবর, হুগলিতে ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৪ লক্ষ ১৫ হাজার মেট্রিকটন। ধানের ফলন ভালো হওয়ায় খুশি এই জেলার কৃষকরাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন