খুনের চেষ্টার অভিযোগে ধৃত

পুলিশের হাতে ধরা পড়লেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মহম্মদ ইব্রাহিম। মঙ্গলবার রাতে দিঘার একটি হোটেল থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তৃণমূল শাসিত জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি মহম্মদ হাফিজুর রহমানকে খুনের চেষ্টার অভিযোগে ইব্রাহিমকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০১:০৮
Share:

পুলিশের হাতে ধরা পড়লেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মহম্মদ ইব্রাহিম। মঙ্গলবার রাতে দিঘার একটি হোটেল থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তৃণমূল শাসিত জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি মহম্মদ হাফিজুর রহমানকে খুনের চেষ্টার অভিযোগে ইব্রাহিমকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

বুধবার ইব্রাহিমকে হাওড়া আদালতে তোলা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, সুস্থ হলেই তাঁকে আদালতে তোলা হবে।

ইব্রাহিমের বিরুদ্ধে পোলগুস্তিয়ায় সমিতির বাঁধ এলাকায় বেআইনিভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ ওঠে। তারই তদন্ত করতে রবিবার বিকেলে এলাকায় আসেন হাফিজুর। অভিযোগ, গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ইব্রাহিম তাঁর অনুগামীদের নিয়ে হাফিজুরের উপরে ঝাঁপিয়ে পড়েন। তাঁকে মারধর করা হয়। মার খান হাফিজুরের গাড়ির চালকও। হাফিজুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে রেফার করা হয় এসএসকেএমে। ওই দিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাফিজুরের গাড়ি চালক।

Advertisement

অভিযোগের ভিত্তিতে পুলিশ ইব্রাহিমের বিরুদ্ধে হাফিজুরকে খুনের চেষ্টার মামলা রুজু করে। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই ইব্রাহিম এলাকা ছেড়ে চম্পট দেন। যদিও মারধরের ঘটনার পরেই ইব্রাহিম জানিয়েছিলেন, গ্রামবাসীদের হাতে মার খেয়েছেন হাফিজুর। তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement