প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় পুলিশকে মারধরের অভিযোগ

প্রকাশ্যে মদ খেতে বারণ করায় মার খেতে হল পুলিশকে। মঙ্গলবার রাতে হুগলির পান্ডুয়া থানার চিরকুন্ডি-নিয়ালা পঞ্চায়েতের মুকুটপুর গ্রামের ঘটনা। চার কনস্টেবল-সহ এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন এক এএসআই-ও। তাঁর নাম শান্তিরঞ্জন ঘোষ। পুলিশ সূত্রে খবর, ওই দিন রাত ১০টা নাগাদ একটি টহলদারি ভ্যানে তিন সহকর্মীর সঙ্গে এলাকায় টহল দিচ্ছিলেন শান্তিরঞ্জনবাবু। হঠাত্ই জিটি রোডের কাছে তাঁদের নজরে পড়ে, এক দল যুবক রাস্তায় বসে প্রকাশ্যে মদ্যপান করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ১৫:২৪
Share:

প্রকাশ্যে মদ খেতে বারণ করায় মার খেতে হল পুলিশকে। মঙ্গলবার রাতে হুগলির পান্ডুয়া থানার চিরকুন্ডি-নিয়ালা পঞ্চায়েতের মুকুটপুর গ্রামের ঘটনা। চার কনস্টেবল-সহ এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন এক এএসআই-ও। তাঁর নাম শান্তিরঞ্জন ঘোষ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই দিন রাত ১০টা নাগাদ একটি টহলদারি ভ্যানে তিন সহকর্মীর সঙ্গে এলাকায় টহল দিচ্ছিলেন শান্তিরঞ্জনবাবু। হঠাত্ই জিটি রোডের কাছে তাঁদের নজরে পড়ে, এক দল যুবক রাস্তায় বসে প্রকাশ্যে মদ্যপান করছে। তাঁরা তখন তাদের উঠে যেতে বলেন। পাশাপাশি সতর্ক করেন, ফের নিয়ম ভেঙে প্রকাশ্যে মদ খেলে থানায় নিয়ে যাওয়া হবে। তাতেই ক্ষেপে যায় ওই মদ্যপেরা। অভিযোগ, নেশার ঘোরে তারা ঘিরে ধরে পুলিশকর্মীদের। তার পর শুরু হয় বেধড়ক মারধর। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় একটি ক্লাবের ছেলেরা ঘটনায় জখম হন চার পুলিশকর্মী। মাথা ফেটে যায় শান্তিরঞ্জনবাবুর। এরই মধ্যেই কোনও মতে থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। আহত তিন জনকে রাতেই ভর্তি করা হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।

ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement