নিখোঁজ চাল ব্যবসায়ী উদ্ধার

ঋণের টাকা শোধ করতে না পারায় গত মাসে আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের আন্দিমহল্লার এক চাল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছিল কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শেখ ইব্রাহিম নামে ওই ব্যবসায়ীকে আরামবাগের পিরিচপুর থেকে উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ইব্রাহিমকে কেউ অপহরণ করেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০১:২১
Share:

ঋণের টাকা শোধ করতে না পারায় গত মাসে আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের আন্দিমহল্লার এক চাল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছিল কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শেখ ইব্রাহিম নামে ওই ব্যবসায়ীকে আরামবাগের পিরিচপুর থেকে উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ইব্রাহিমকে কেউ অপহরণ করেননি। ঋণ শোধ করতে না পেরে তিনি আতঙ্কে গত ৩ এপ্রিল অন্যত্র চলে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার পরে ওই যুবকের মা থানায় ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করায় পুলিশ এক ব্যবসায়ীকে গ্রেফতারও করেছিল। যদিও অভিযুক্তদের দাবি ছিল, ইব্রাহিম নিজেই গা ঢাকা দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement