জাতীয় সড়কে ফের মৃত্যু পুলিশকর্মীর

জাতীয় সড়কের উপর লরির ধাক্কায় ফের মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। বুধবার ভোরে ৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়ার খলিসানির ঘটনা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০০:৪৮
Share:

দীপঙ্কর সাহা। নিজস্ব চিত্র

জাতীয় সড়কের উপর লরির ধাক্কায় ফের মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। বুধবার ভোরে ৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়ার খলিসানির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত দীপঙ্কর সাহা (৩৯) উলুবেড়িয়ার রাজাপুর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে।

Advertisement

পুলিশ জানিয়েছে, দীপঙ্কর এবং আরও দুই কনস্টেবল মঙ্গলবার রাতে জাতীয় সড়কে টহলদারির দায়িত্বে ছিলেন। খলিসানি মোড়ের কাছে তাঁরা সকলেই রাস্তার পেরনোর চেষ্টা করছিলেন ভোর ৪টে নাগাদ। সে সময় হাওড়ামুখী একটি লরি তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। মাথায় ও পায়ে গুরুতর আঘাত নিয়ে দীপঙ্করকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, লরিটি খানিক দূরে দাঁড় করিয়ে রেখে চম্পট দিয়েছে চালক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ব্যারাকপুরের বাড়িতে দীপঙ্করের বাবা, মা, স্ত্রী ও আড়াই বছরের সন্তান রয়েছে। ২০১০ সালে কনস্টেবল পদে যোগ দিয়ে পাঁচ মাস আগে এএসআই পদে উন্নীত হন। যোগ দেন রাজাপুর থানায়।

Advertisement

জাতীয় সড়কে পুলিশের মৃত্যু অবশ্য এই প্রথম নয়। ২০১৬ সালে ৬ নম্বর জাতীয় সড়কেই রাতে টহলদারির সময় মৃত্যু হয়েছিল উলুবেড়িয়া থানার সাব ইন্সপেক্টর দেবাশিস চক্রবর্তীর। সে বার দুর্ঘটনা ঘটেছিল কুলগাছিয়ায়। পুলিশের দাবি, সে সময় একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরানোর কাজ করছিলেন দেবাশিসবাবু। সেই সময় কলকাতামুখী একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চলতি বছর ১৫ সেপ্টেম্বরও রাতের ডিউটিতে লরির ধাক্কায় মৃত্যু হয় হাওড়া সিটি পুলিশের ট্রাফিকের এএসআই বুদিরাম মারান্ডির। ডোমজুড়ের নিবড়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন