চ্যাম্পিয়ন রিষড়া সুইমিং ক্লাব

হুগলি জেলা সাঁতার সংস্থা আয়োজিত আন্তঃ ক্লাব সাব-জুনিয়র ও জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় দলগত বিভাগে চ্যাম্পিয়ন হল রিষ়ড়া সুইমিং ক্লাব। গত ২৩ এবং ২৪ মে চুঁচুড়ার গড়বাটি ‘আমরা কয়েক জন’ ক্লাবে ওই প্রতিযোগিতা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:০৬
Share:

হুগলি জেলা সাঁতার সংস্থা আয়োজিত আন্তঃ ক্লাব সাব-জুনিয়র ও জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় দলগত বিভাগে চ্যাম্পিয়ন হল রিষ়ড়া সুইমিং ক্লাব। গত ২৩ এবং ২৪ মে চুঁচুড়ার গড়বাটি ‘আমরা কয়েক জন’ ক্লাবে ওই প্রতিযোগিতা হয়। উদ্যোক্তারা জানান, জেলার ২৪টি ক্লাবের ৩২০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে যোগ দিয়েছিল। রিষড়া সুইমিং ক্লাব ১৪৭ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়। রানার্স হয়েছে নালিকুল স্বামীজি সঙ্ঘ। তাদের সংগৃহীত পয়েন্ট ১০২। বিভিন্ন ইভেন্টে ব্যক্তিগত বিজয়ী এবং রানার্সরা আগামী মাসের ৪ থেকে ৭ তারিখ পর্যন্ত তমলুকে বয়স ভিত্তিক রাজ্য সাঁতারে নামার সুযোগ পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন