পথ দুর্ঘটনা রুখতে প্রচারে জোর জেলায়

পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক সপ্তাহ পালনে জোর দিয়েছে হুগলি জেলা পুলিশ। শুক্রবারেও জেলার নানা প্রান্তে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির প্রচারে কোথাও মিছিল হল, কোথাও হেলমেটহীন মোটরবাইক আরোহীকে দেওয়া হল গোলাপ। লিফলেটও বিলি হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০১:২৭
Share:

পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক সপ্তাহ পালনে জোর দিয়েছে হুগলি জেলা পুলিশ। শুক্রবারেও জেলার নানা প্রান্তে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির প্রচারে কোথাও মিছিল হল, কোথাও হেলমেটহীন মোটরবাইক আরোহীকে দেওয়া হল গোলাপ। লিফলেটও বিলি হয়।

Advertisement

শ্রীরামপুর মহিলা থানার তরফে ওই কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়। ফাঁকা মাথার বাইক আরোহীদের থামিয়ে তারা সতর্ক করে। গোলাপও দেয়। অটো থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেওয়া হয়। শহরের বটতল‌ায় শ্রীরামপুর থানার উদ্যোগে দিনভর প্রচার হয়। বলাগড় থানার উদ্যোগে গুপ্তিপাড়ায় মিছিল হয়। মিছিলে বিভিন্ন পেশার মানুষ সামিল হন। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে লাগাতার দুর্ঘটনায় কপালে ভাঁজ পড়েছে পুলিশের।

সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার রাতে দাদপুর থানার পুলিশ মহেশ্বরপুরে ওই রাস্তায় ‘চেক পয়েন্ট’ তৈরি করে। গাড়ি থামিয়ে গতি নিয়ন্ত্রণ নিয়ে চালকদের সতর্ক করা হয়। চালক এবং তাঁর পাশের আসনে বসা আরোহীরা যাতে সিটবেল্ট বাঁধেন, সে ব্যাপারেও সচেতন করা হয়।

Advertisement

বাঁশবেড়িয়ায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিভিন্ন ক্লাবের সদস্যেরা পদযাত্রা করেন। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া-মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, পুরপ্রধান অরিজিতা শীল, ডিএসপি (ডি অ্যান্ড টি) উৎপল সাহা। বাঁশবেড়িয়ার জুটমিলের সামনে মন্ত্রী বলেন, ‘‘নিজে বাঁচু‌ন এবং অপরকেও বাঁচান। মাথায় অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন।’’ এ দিন মগরা থানার ওসি দেবাঞ্জন ভট্টাচার্য স্কুল ছাত্র-ছাত্রীদের সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা কলম, টুপি দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement