হাওড়ায় পুকুরে মিলল নরকঙ্কাল

পুকুর সংস্কারের সময়ে উদ্ধার হল একটি নরকঙ্কাল। বৃহস্পতিবার হাওড়ার উমেশ ব্যানার্জী লেনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৮
Share:

পুকুর সংস্কারের সময়ে উদ্ধার হল একটি নরকঙ্কাল। বৃহস্পতিবার হাওড়ার উমেশ ব্যানার্জী লেনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের উমেশ ব্যানার্জী লেনের একটি গলির ভিতরে প্রায় এক বিঘা আয়তনের ওই পুকুরটি স্বামীচরণের পুকুর নামে পরিচিত। ব্যক্তিগত মালিকানাধীন পুকুরটি কচুরিপানায় ভরে গিয়েছিল। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে সেটি সাফাই শুরু হয় বুধবার থেকে। এ দিন সাফাইকর্মীরা পুকুর থেকে প্রথমে একটি মাথার খুলি ও হাড় পান। আতঙ্কে তাঁরা কাজ বন্ধ করে দেন। খবর যায় পুলিশে। আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ (নিকাশি) শ্যামল মিত্র। পুলিশ পৌঁছলে দ্বিতীয় দফায় তল্লাশিতে মেলে কঙ্কালের বাকি অংশ।

শ্যামলবাবু বলেন, ‘‘পুকুরটির মালিকদের বারবার সেটি পরিষ্কার করতে বললেও কান দেননি। শেষে পুরসভাই উদ্যোগী হয়।’’ পুলিশ জানায়, কঙ্কালের হাতে স্টিলের বালা ও গলায় একটি হার পাওয়া গিয়েছে। তাতেই সন্দেহ করা হচ্ছে এটি কোনও মহিলার কঙ্কাল। স্থানীয়দের দাবি, এলাকার এক বৃদ্ধা চার মাস ধরে নিখোঁজ। এটি সম্ভবত তাঁরই কঙ্কাল। ফরেন্সিক পরীক্ষার জন্য কঙ্কালটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement